রাহমাতুললিল আলামীন
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৬ মে, ২০১৪, ০২:৪৩:১১ দুপুর
অজ্ঞতার আধাঁরে নিমজ্জিত
শতমত- ভ্রান্তপথের ভিড়ে পথহারা
জনতা যখন সুপথের সন্ধানী,
চায় একটু আলোর ঝলকানি
তখনি কুয়াশায় ঢাকা পৌষের বেলা শেষে
হেসে উঠা মিষ্টি রোদেলা দিনমনি-
‘মরুভাস্কর’ তুমি জ্বালালে মোলায়েম হেরার রশ্মি,
দিয়েছো সুপথের সন্ধান।
...........
হানা হানি সংঘাতে লিপ্ত
পাতকীর মোহে অন্ধ,
বেপরোয়া জনতা যখন শান্তির সন্ধানী
চায় শুনতে সত্যের মহাবানী
তখনি অগ্নিঝরা রৌদ্রে উত্তপ্ত, তৃষিত প্রান্তরে
একটু কালবোশেখীর বর্ষণ-
‘রাহমাতুললিল আলামীন’ তুমি নিয়ে এলে শান্তির পয়গাম
শুনালে সত্যের আহ্বান।
বিষয়: সাহিত্য
১৩৬৩ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
কবিতা নয় - ছাই হয়েছে! (35)
লিখেছেন প্রবাসী মজুমদার ০৩ এপ্রিল ২০১১, বিকেল ০৪:৪৯
কবিতা নয় ছাই হয়েছে
ছাই পেলেই বা মন্দকি,
সভ্যতার এ আবডালে আজ
ছাই নাছে ঐ নর্তকী।
ছাইতে কৃষক ফসল ফলায়
ছাই জ্বলে ঐ চিতাতে,
উনুন জ্বলে ছাই উবে যায়
ছাই ভেসে যায় আকাশে।
ছাইয়ের কবি ছাই কবিতা
ছাই আছে সব সৃষ্টিতে,
ছাইয়ের নামেই নোংরামী সব
ছাই মুছে যায় বৃষ্টিতে।
ছাইয়ের রাজ্য সব মোরা ছাই
প্রলয় শেষে থাকবে ছাই,
ছাইয়ের মাঝেই ছাইয়ের জম্ন
ছাই ছাড়া আজ কিচ্চু নাই।
ছাইতে আজি ফুকুট পদ্ম
ছাই হতে আজ উঠুক বীর,
ছাইয়ের মাঝেই গড়ে উঠকু
মানবতার শান্ত নীড়।
অ-কবির ন-কবিতা
কত গাছ...
কত আগাছা...
গাছের মাঝে
যেমন আগাছা আছে
কবিদের মাঝেও
তেমন অ-কবি আছে!
শত কবি যেন শত ফুল গাছ
তাদের এক একটি কবিতা যেন
এক একটি সৌরভ ছড়ানো ফুল
আর এই শত কবিদের মাঝে
আমি এক অ-কবি যেন
শত গাছের ভিড়ে
অচিন আগাছা।
এক অ-কবি...
কত কবি...
অনেক ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন