হয়তো সেদিন
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৮ মে, ২০১৪, ০৬:১৬:২২ সন্ধ্যা
এখানে সুখ নাই
আছে জ্যৈষ্ঠের খর-রোদ্দুরে রুক্ষ প্রকৃতির মতো
এক অজানা সুখের প্রতীক্ষা!
আলো আঁধারি স্বপ্নের অন্তরাল ছিড়ে
যে দিন ‘স্বপ্নসম্রাজ্ঞী’ বের হবে,
যে দিন ‘কল্পঅপ্সরী’ কল্পনার ভূবন ছেড়ে
‘অন্য পৃথিবী’র প্রতিটি ইঞ্চিতে বিচরণ করবে
হয়তো সেদিন
শরমের সব পর্দা ছিড়ে দিগম্বর হয়ে যাবে তৃষ্ণাতুর দুটি চোখ।
অচেনা সুখস্পর্শ পেতে উন্মাতাল হয়ে যাবে মন
উষ্ণ সুখের উচ্ছল প্লাবনে শিহরণ তোলবে
ধমনি শিরার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আর
ভেঙ্গে যাবে সব দ্বিধা-অপেক্ষার সব বাঁধ
বিষয়: সাহিত্য
১৪৩৯ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওহ আপনাকে সামনা সামনি পেলে আপনার একটা কবিতার প্রশংসা করতাম। কবিতাটি হচ্ছে মরণের ডাক। সেই কবিতাটি পড়ে আমার মনে হয়েছিল ‘ইশ্ যদি আমি একটা লিখতে পারতাম’
উদ্দেশ্য তো ঠিক ভাল না বলে মনে হচ্ছে।
শাহীনরে তো আমি বদ্দা বলি এখন তুমি যে আমারে ছোটদা বলা শুরু করলা। তোমারে আমি কি ডাকবো?
মন্তব্য করতে লগইন করুন