সে এসেছিল সেই নীল শাড়িটি পরে
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০১ এপ্রিল, ২০১৪, ০১:১৫:৪৪ দুপুর
সে এসেছিল
সেই নীল শাড়িটি পরে
তখন পৃথিবীটা ছিল এক নিস্তব্ধপুরী
আকাশে রূপসী চাঁদ, নির্ঝর জ্যোৎস্না, গাছের ছায়াদের অব্যক্ত হাতছানি
লিলুওয়া বাতাস গাছের পাতার সাথে সন্ধি করে
যেন এক হৃদয় হরণী সূর তোলছে- ‘ঝির ঝির ঝির...’
আমি তাকে বলেছিলাম-
‘এখন ফাগুন,
চারদিকে অজস্র লালের বন্যা হৃদয়ে শিহরণ তোলে,
একটি লালশাড়ি পরে আসনি কেন?’
মুচকি হেসে লাজুকি সে আমাকে বলেছে-
‘একদিন আসবো
লাল শাডির আঁচলে অজস্র লালের বন্যা নিয়ে
তোমাকে রাঙিয়ে দিতে’
আরো কত কথা,
‘মুহুর্তেই যেন কেটে গেল একটি মহাকাল’
আমি তাকে বললাম-
‘এই রাত যদি কখনো শেষ না হতো, তবে কেমন হতো?’
‘ধুর, সব প্রেমিকরাই এমনটা বলে কিন্তু কখনো কি এমন হয়?’
আমি তার দিকে হাত বাড়ালাম, নীলপরী -সে কোথায় অদৃশ্য হয়ে গেল।
বিষয়: সাহিত্য
১৩২১ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সে কোথায় অদৃশ্য হয়ে গেল
সেই যে গেল আর ফিরে এলোনা।
‘একদিন আসবো
লাল শাডির আঁচলে অজস্র লালের বন্যা নিয়ে
তোমাকে রাঙিয়ে দিতে’
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্টের জন্য
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়ারে
দিয়া মোরে ফাকিরে...
কাল্পনিক প্রেম
বাস্তবতার মুখ দেখার অপেক্ষায়...
অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য
‘অনেক পরিচিত তবু নিত্য নতুন হোক আপনাদের প্রতিটিদিন’
মন্তব্য করতে লগইন করুন