ভালোবাসা- ০৩
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৯ মার্চ, ২০১৪, ১০:৫৫:০২ রাত
'মজার দেশে' মদন গিরির
চলছে কলি যুগ,
ছেলের এখন বুক ফেটে যায়
মেয়ের ফাটে মুখ!
চোখ শরমের নাইরে ভালাই
সবাই যে কানকাটা,
সত্যি কারের ভালোবাসার
চলছে এখন ভাটা!
ছেলে-মেয়ে খাটাস সবার
হয়ছেরে প্রেম রোগ,
'আই লাভ ইউ' বলার মাঝে
আছেরে কোন সুখ?
____________
১,২ যারা পড়েননি তাদের জন্য- Click this link
বিষয়: সাহিত্য
১৪০৬ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক দিন পরে আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ, বড় আপু হিসেবে ছোট ভাইয়ের পক্ষ থেকে খাঁটি ভালোবাসাসহ
‘একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসেতো
আর ভালোবাসতো...’
কোন সমস্যা নাই আপনি তো বলেছেন-‘আই লাভ ইউ’ আমিও লাভ ইউ অনেক অনেক
আছেরে কোন সুখ?
পরীক্ষা কি শেষ?
না, পরীক্ষা আরেকটা আছে। কালকে শেষ পরীক্ষা। আর বলিয়েন না, মাথায় কবিতাগুলো খুব ডিস্টার্ব দেয়...
মেয়েদের তো মুখ ছাড়া আরো অনেক কিছুই ফেটে যেতে দেখা যায়। মৌজা সাদৃশ স্ক্রীন টাইট পেন্ট আর সালোয়ার কামিচ পড়ে দেহের লোভনীয় অঙ্গগুলো অহন ডাইরেক্ট দেখন যায়। টিকেট কেটে সিনেমা হলে গিয়ে ফডো দেখন লাগে না অহন। আহহাহ! কি দারুণ! আমরা অহন সিনেমা দেখন লাগে না। ফ্রিতে ডাইরেক্ট দেইখবার পারি!!!
মন্তব্য করতে লগইন করুন