হাচা কথায় সুখ
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৫ মার্চ, ২০১৪, ০৭:৫৮:৫৫ সন্ধ্যা
হাচা কথা কইলেরে ভাই
গোস্সা হয় কেউ কেউ
হাচা কথায় মনের গাঙ্গে
দেয় বেদনার ঢেউ।
মিছেমিছি পাম দিয়ে যান
আপনি ভালা লোক
হাচা কথা কইলেই শেষ
-খুইল্লা যাবে মুখ।
হগ্গল জায়গায় মিছেমিছির
অযথা ঘেউ ঘেউ
হাচা কথা জায়গা মত
কয় না তেমন কেউ।
মিছে কথার ফানুস উড়াও
নাইরে তাতে সুখ
হাচা কথায় তৃপ্তি তবু
পায়লে অন্যে দুখ।
বিষয়: সাহিত্য
১৫৪৯ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিছে কথার ফানুস উড়াও
নাইরে তাতে সুখ
হাচা কথায় তৃপ্তি তবু
পায়লে অন্যে দুখ।
এ ব্লগে ছড়িয়ে ছিটিয়ে অনেক কবি লুকিয়ে আছে। ওরা যদি আজ কবিতার ছন্দ নিয়ে জেগে উঠত তাহলে এটি হত শ্রেষ্ঠ কাব্যিক মেলা।
ধন্যবাদ। খুব ভাল লেগেছে।
হীরক রাজার স্বপ্নের দেশ।
আছি তো আমরা বেশ বেশ,
গর্ভিত(?)আমরা পেয়ে এই সোনার স্বদেশ।
ছড়া লিখার যে যোগ্যতা প্রয়োজন তা আপনার আছে। একটু একটু একটু ।
মন্তব্য করতে লগইন করুন