ভালোবাসা
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৫ মার্চ, ২০১৪, ০৭:০৫:৫৫ সন্ধ্যা
(১)
এতো ভালোবাসা-বাসি
তবু ভালোবাসা নাই
ভালোবাসার খোলস পরা
ছলনারই ধুসর ছাই।
ডানা ভাঙ্গা পাখির মত
ভালোবাসা আজ
মনের আকাশ রাঙায় নাকো
সকাল দুপুর সাঝ।
আশ্বাস আছে সবার মুখে
বিশ্বাসী জন নাই
বিশ্বাসী এক সুন্দরী মন
বল কোথায় পাই?
২৩ জানুয়ারী ফেবুতে বলেছিলাম ‘ভালোবাসা’ শিরোনামে একটি ধারাবাহিক ছড়া লিখবো কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারনে আর লেখা হয়নি। কালকে পড়তে বসে হঠাৎ কেন জানি আবার লেখা শুরু করলাম। সো আপনাদের জন্য ২য় পর্বসহ। পরবর্তী লিখবো কিনা -তা নির্ভর করবে আপনাদের উৎসাহের উপর...
(২)
ফ্যাশন করে চলে ফিরে
আঁরার পাড়ার বাবলু
ফারিয়া ছেরির প্রেমে পড়ে
হয়ে গেছে হাবলু।
মোবাইল ফোনে কথা চলে
হয় না কথার শেষ
মান-অভিমান, চুমাচুমির
লেগেই থাকে রেশ।
ভালোবাসা নয়রে এসব
বুঝলি নারে ছাগলু
ছ্যাকা খেয়ে বাবলু এখন
প্রায় হয়েছে পাগলু।
বিষয়: সাহিত্য
১৩৬৭ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবু ভালোবাসা নাই
ভালোবাসার খোলস পরা
ছলনারই ধুসর ছাই।
ভালো লাগলো পিলাচ
যার দুর্গন্ধে প্রতিদিন মরি মরি বলে বলে,
খেয়া পারাপারের সকলে ফেলে চোখের জল,
পবিত্র ভালবাসা ছিল পদ্মপুকুরের পদ্মফুল,
সেই ভালবাসার খোজে আজও কান্দে মানবকুল।।
এগুলো বাসি না, আমার হৃদয়ে বালতিতে জমানো তাজা ভালোবাসা। আমার হৃদয়ের বিন্দুতে সূপ্ত আছে সিন্ধু পরিমাণ ভালোবাসা। আপনি না নিলে সব আপনার নাতনিকে দিয়েন...হা হা হা
আর পাগলুরা বারবার ছ্যাকা খায়।
মন্তব্য করতে লগইন করুন