দাতের ব্যাথায় কাতর
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৩ মার্চ, ২০১৪, ০৩:০৪:০৯ দুপুর
অনেক দিন পরে আমার
উঠছে আক্কেল দাত
নতুন দাতের আগমনে
ব্যাথায় কুপোকাত।
ডাক্তার বাবু ওষুধ দিছে
খায়ছি যতন করে
দাতের ব্যাথায় মাথার মাঝেও
ঝিমঝিমানি ধরে।
গরম পানিতে লবন দিয়ে
করছি কুলি কতো
তবু শালার দাতের ব্যাথা
একটুও কমে নাতো।
03/03/2014
আট তারিখ থেকে থার্ড ইয়ার টেস্ট পরীক্ষা। দাতের ব্যাথায় মাথাডা নষ্ট মেশিনের মত হয়ে গেছে। কোন সার্ভিস দিচ্ছে না। এই মুহুর্তে কি করবো কিছুই ভেবে পাচ্ছি না। আল্লাহর অশেষ মেহেরবানি ছাড়া পরীক্ষায় পাশ করা আমার পক্ষে সম্ভব না। আর সব বন্ধুরা আমার জন্য দোয়া কর প্লিজ---
বিষয়: সাহিত্য
৩০৯৭ বার পঠিত, ৬৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দাদা গুরুজন অতি শ্রদ্ধাভাজন
রোগে চিকীৎসা নেবার খুব প্রয়োজন
দাদা গুরুজন অতি শ্রদ্ধাভাজন
রোগে চিকীৎসা নেবার খুব প্রয়োজন
একটুও কমে নাতো।"
আপনি কুলি করলে সালার দাঁতের ব্যাথা কমবে কেন?
এক্সিডেন্টে আমার হাত ভাঙ্গার কয়েকদিন পর একটি দাঁতে ব্যাথা উঠে, এই দাতের ব্যাথা হাড় ভাঙ্গার ব্যাথা ভুলিয়ে দিয়েছিল।
দাঁতের ব্যাথায় মনে হচ্ছিল আজকে রাতেই মারা যাব।
তারপর রুট ক্যানাল করতে হয়।
মন্তব্য করতে লগইন করুন