ইচ্ছে হলে আসিও...
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৪৪:৪৪ রাত
দ্যা ভিঞ্চির মত মনের মাধুরী মিশিয়ে
হৃদয়ের ক্যানভাসে আমি আঁকতে পারবো না
তোমার কাল্পনিক জলছবি।
পদ্মাবতীর মত প্রবাল-উপমায় তোমাকে সাজিয়ে
আমি লিখতে পারবো না রোমান্টিক কবিতা
হতে চাই না মহাকবি।
সুনীলের মত বিশ্বসংসার তন্ন তন্ন করে
আমি তোমার জন্য খুঁজে আনতে পারবো না
একশো আটটা নীলপদ্ম।
কলেজ থেকে ফেরার পথে তোমাকে দেখার জন্য
আমি দুষ্ট প্রেমিকের মত হতে পারবো না
সমাজ-সংসারের অবাধ্য।
তবে
স্ফটিক-স্বচ্ছ নির্ঝরের মত নিরন্তর শুভ্র প্রেম দিয়ে
আমি ভুলিয়ে দিতে পারবো তোমার
এত দিনকার সব বিরহ-দুঃখ।
চোখ বুজে আসার মত দুদণ্ড শান্তি দিয়ে
আমি মাতিয়ে তোলতে পারবো
তোমার সুপ্ত নির্লিপ্ত বক্ষ, ইচ্ছে হলে আসিও...
২৭/০২/২০১৪
১৫মার্চ থেকে থার্ড ইয়ার টেস্ট। মাথাটা ব্রেক ফেইল করে অস্থির হয়ে গেছে। পড়তে বসলাম, পড়তে ইচ্ছে হচ্ছে না। তাই আঁকতে আঁকতে একটা কবিতা লিখলাম। হয়ছে কিনা জানি না। দোয়া করবেন সবাই
বিষয়: সাহিত্য
১২৬৬ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
(কবিরাজ: কবিদের রাজা যিনি)
অনলাইনে পড়েই কিন্তু তৃপ্তি মিটছেনা। সংগ্রহ করে এক এক করে সব পড়তে চাই!
(আপনার সমস্ত কাব্য যাদু)
যদি গ্রন্হ প্রকাশ না করেন তাহলে সেটা প্রতীভার সাথে নিশ্চই জুলুম করেছেন।
আতি দ্রুত প্রকাশকের সাথে কথা বলার জোর দাবী জানাচ্ছি। খান প্রকাশণীর ইসহাক ভাই সিবিএফ এর অনেক ব্লগারের বই ইতোমধ্যে প্রকাশ করেছে। সিরিয়াসলি। মাইন্ড ইট
হৃদয়ের ক্যানভাসে আমি আঁকতে পারবো না
তোমার কাল্পনিক জলছবি।
পদ্মাবতীর মত প্রবাল-উপমায় তোমাকে সাজিয়ে
আমি লিখতে পারবো না রোমান্টিক কবিতা
হতে চাই না মহাকবি
একেবারে মন ভরে দেয়ার মত কবিতা পড়ে দারুণ লাগল। সত্যিই চমতকার। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন