অবান্তর প্রশ্ন
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০২ নভেম্বর, ২০১৩, ১১:৪৩:৫০ রাত
পূর্ণ চাঁদের
স্নিগ্ধ জ্যোৎস্নার মতো
স্বপ্নপরীর উষ্ণ প্রেমস্পর্শ পেতে
সাথিহারা পাখির মতো
আমি কি শুধু
বিনিদ্র রজনী পোহাই?
অনুভূতির
অচেনা সিন্ধুতে উতলা
জোয়ার জাগাতে কোন এক
রঙিলা নায়ের মাঝির মতো
আমি কি শুধু
ব্যাকুল, যাতনা যোগায়?
দেখা অদেখা
শত মুখের মাঝে
সন্ধ্যা তারার মতো
কতো তারার ভিড়ে লুকিয়ে আছো,
বিরহিণী প্রেমিকার মতো
তুমি কি কভু
কোনবার খোঁজনা আমায়?
বিষয়: সাহিত্য
১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন