হৃদয়ের অনুরণন

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৪ সেপ্টেম্বর, ২০১৩, ১১:২৫:৩৩ রাত



নজরুল হয়ে গাইতে পারিনি

অগ্নিবীণার গান,

ফররুখ হয়ে দিতে পারিনি

আগামীর আহ্বান।

জাগাতে পারিনি ঘুমের পাড়া

ভাঙ্গেনি বন্দী শিকল,

লক্ষ প্রাণের অযুত স্বপ্ন

হবে কি তবে বিফল?

পাড়ায় পাড়ায় হোক শুরু আজ

বিক্ষোভ অনশন

বিদ্রোহ করে লাঠি হাতে নাও

জেগে উঠো জনগন!



জীবনানন্দ হয়ে লিখতে পারিনি

কোন ‘বনলতা সেন’,

বুদ্ধদেবের ‘নদীর স্বপ্ন’

হৃদয়ে জাগে না কেন্?

রাখতে পারিনি মনের আকুতি

ভাঙ্গতে পারিনি প্রথা

বলতে পারিনি হৃদয় খোলে

জমে থাকা শতো কথা!

প্রেম কাহিনীর অমর কাব্য

লেখার সময় হলো

নতুন কবিরা নবীন সাথিরা

লেখনীরে হাতে তোল।



জসীমউদ্দীর মতো হতে পারিনি

পল্লী পাগলপারা,

সত্য’দত্তের মতো বুনতে পারিনি

ছন্দ হৃদয় কাড়া।

জীবনের টানে এসেছি নগরে

নাড়ির দড়ি ছিড়ে

শত কিসিমের শত মানুষের

মায়াহীন এই ভিড়ে।

নিখাদ মায়ার শক্ত বাঁধন

বুনতে হবে আজ

ছন্দ সূরে মাতুক ভূবন

সকাল দুপুর সাঝ।



রবির মতো লিখতে পারিনি

কালজয়ী মহাকবিতা,

ভাবনারা সব উপহাস করে

ধুর ছায়- সব বৃথা!

প্রতিদিন তবু ভেবে যায় কতো

নতুন দিনের তরে,

নবীন সাথীরা চলো হাঁটি আজ

কল কোলাহল করে।

নতুন করে ভাবতে হবে

আনতে নতুন ভোর,

গাইতে হবে ঘুম ভাঙ্গানি

নিত্য নতুন সূর

০৮/০৯/২০১৩

বিষয়: সাহিত্য

২২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File