চোখে চোখে কথা
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৩ জুলাই, ২০১৩, ১২:০৬:৩৯ রাত
এই তো সেদিন
তার সাথে দেখা হয়েছে
মুখে নয় চোখে চোখে কথা হয়েছে !
অচেনা প্রিয়ার চকিত নয়ন
হৃদয়ের তারে তারে
তোলেছে কি কম্পন!
পলকে পলকে আমাকে কাছে ডেকেছে
মুখে নয় চোখে চোখে কথা হয়েছে!
চুলগুলো এলোমেলো
হাওয়ায় দোলে দোলে
না জানি কি বলে গেলো
শুধু শুনেছি পিয়ানোর সূর যেন বেজেছে
মুখে নয় চোখে চোখে কথা হয়েছে!
তার উড়ো উড়ো মন
যেন মাতালী রিদম
তার আঁকাবাঁকা চলন
প্রেমের সায়রে তোলপাড় তোলেছে
মুখে নয় চোখে চোখে কথা হয়েছে!
চেতন- অচেতন
এভাবে কেটে গেছে
লুকোচুরি কিছু ক্ষণ
তার প্রেমে এ মন বিভোর হয়েছে
মুখে নয় চোখে চোখে কথা হয়েছে!
পিছু হেঁটেছি কিছু দূর
শুনিনি নিক্কন
হয়ত পরেনি নুপুর
দু’একবার সে পিচু ফিরে দেখেছে
মুখে নয় চোখে চোখে কথা হয়েছে!
‘তুমি খুব সুন্দর’
-তারে বলবো তাই
কত ভেবেছে অন্তর
আমাকে সে ভুল বুঝেঝে
মুখে নয় চোখে চোখে কথা হয়েছে!
বিষয়: সাহিত্য
১৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন