প্রেমের আলোক ছটা নিভিয়ে বিরহ দিয়ে কোথায় লুকিয়ে যাও!

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৫ জুন, ২০১৩, ১০:০৮:৫৬ রাত

(((সে সব তরুনদের প্রতি যারা কোন এক গোপন প্রিয়ার সন্ধানে ক্লান্ত পথিক)))

তুমি বুঝতে পার কিনা জানি না- আমার এলোমেলো শব্দ অগোচালো কথাগুলো যে অর্থহীন না! কখনো ভাবছো কিনা জানি না- আমার হেসে হেসে তামাসাচ্ছলে বলা কথাগুলো যে ভাবহীন- অনুভূতিশুন্য না! তোমার হাবভাব দেখেতো মনে হয় তুমি কিছুই বুঝ না! আমি এসব কি বলি? ধুর ছায়! আবার কখনো মনে হয় তুমি সব বুঝেও না বুঝার ভান করো। তারপরও ‘বুক পাটে তবু মুখ ফোটে না’ -এই বলে আমি আমাকে সান্তনা দিই। তোমারও হয়ত তাই! নয়তো কেন?

আমি ভাবি আর হাঁটি। কোন এক শ্রান্ত বিকেল। নির্জন পথ। নাম না জানা একটি খালের ধার ঘেষে উত্তর দক্ষিণে এ পথ এঁকে বেঁকে গেছে দূরে বহুদূরে। কে জানে কোথায়? পথের দু’পাশে হালকা গাছগাছালি। মৃদু হাওয়া এসে গাছের পাতাগুলোকে দোল দিয়ে যায়। হেলানো সূর্যের উজ্জ্বল আলোয় সব কিছু কেমন ঝিলিক দিয়ে যায়- রাঙা মনে হয়।

আমি শুধু একা এ পথে। যেন এক ক্লান্ত পথিক! কাকে যেন খুঁজি! কে তুমি? হালকা গোলাপি রঙের ওড়না নেড়েনেড়ে আমাকে গোপন আহ্বান করো! মোহের আবরণে সবকিছু কেমন স্তব্ধ করে দাও। আমার হৃদকম্পন আরো বেড়ে যায়। শিহরিত হৃদয় নিয়ে আমি যতই কাছে আসি অট্টহাসি দিতে দিতে তুমি দূরে সরে যাও! আমি আরো কাছে আসি তুমি আবারও দূরে সরে যাও। কোথায় হারিয়ে যাও! অদৃশ্যে মিশে যাও! কিন্তু কেন?


ধীর পায়ে সন্ধ্যা আসে। উজ্জ্বল আলো আর আবছা আঁধারের এক অপূর্ব পরিণয় মাতিয়ে তোলে পশ্চিমের আকাশ। রোমান্সকর-মোহজাগানিয়া-গোধুলিলগ্ন! বর্ণালী হয়ে উঠতে উঠতে বিবর্ণ হয়ে যায় চারিদিক। তুমি গোধুলির মতো! প্রেমের আহ্বানে সুক্ষ অনুভূতিগুলো জাগিয়ে তোল, সারাটা হৃদয় রোমান্সিত করে গোধুলির রাতের আঁধারে হারিয়ে যাওয়ার মতো প্রেমের আলোক ছটা নিভিয়ে বিরহ দিয়ে কোথায় লুকিয়ে যাও!

আস্তে আস্তে রাত নামে। চারদিক গাঢ় কালো হয়ে যায়। আমি ভারাক্রান্ত হৃদয়ে তখনো দাঁড়িয়ে থাকি তোমার অপেক্ষায়! অবশেষে হালকা পায়ে নীড়ে ফিরা পাখির মতো ঘরে ফিরে যায়। তোমাকে খুব বলতে ইচ্ছে হয়- ছায় না,
গভীর ভাবে অনুসন্ধান করে দেখ আমার এলোমেলো শব্দ অগুচালো কথার ফাকে ফাকে নিঃশব্দ সহবস্থান করে আছে একটি ব্যকুল হৃদয়ের করুণ আর্তনাদ, লজ্জ্বার আড়ালে একটি নির্লজ্জ্ব চিৎকার- ‘আমি তোমাকে ভালোবাসি’!


০৩/০৬/২০১৩

বিষয়: সাহিত্য

২১৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File