এঁকেছি তোমার ছবি
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২২ এপ্রিল, ২০১৩, ০১:২১:৫৯ দুপুর
(পশ্চিমের আকাশে গোধূলির আনাগোনা সত্যি হৃদয়ে শিহরণ জাগায়!)
পথপানে চেয়ে চেয়ে সারা বেলা কেটে যায়
ধরণীতে সন্ধ্যা নামে
পশ্চিমের আকাশে গোধূলির আনাগোনা
শিহরণ জেগে উঠে হৃদয় ধামে।
সেই গোধূলির রঙ দিয়ে
ভাবনার আচড়ে হৃদয়ে প্রচ্ছদে
এঁকেছি তোমার ছবি,
অনিন্দসুন্দরী তুমি- অব্যক্ত
কোন এক মহাকবিতা
-আমি সেই কবিতার কবি!
মনের মাধুরী দিয়ে বহুবার সাজিয়ে
সেই ছবিখানা তোলে রাখি
হৃদয়ের আলমারিতে,
বারবার নামিয়ে অপলক থাকিয়ে
বাস্তবে থাকি না আমি
হারিয়ে যায় কোন এক স্বপ্নপুরীতে!
আঁধারে আঁধারে ঢেকে যায় পৃথিবী
তারার দিপালী জ্বলে,
স্বপ্নের অস্পরী- স্বপ্নের রেস ছিড়ি
শুধু একবার নেমে এসো ধরাতলে।
(সূর্যাস্তের বর্ণালী এ দৃশ্য আমাকে পাগল করে তোলে!)
বিষয়: সাহিত্য
২১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন