তুমি!

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১২ এপ্রিল, ২০১৩, ০৮:১৪:৩৬ রাত

চপলা হাওয়া হিন্দোল তোলে সবুজ পাতার দেশে!

তুমি চপলা হাওয়ার মতো কবে

এ হৃদয়ে দোলা দিয়ে যাবে?

তোমার পরশে হৃদয়ের সুক্ষকামনারা

নেচে নেচে উঠবে আবেশে!

অনন্ত প্রেমের অফুরন্ত সুধা তুমি!

কবে তৃষিত এ অন্তর নিরন্তর

প্রেমের সুধায় ভরিয়ে দিবে?

তোমার অনন্ত প্রেমের নির্ঝরে সিক্ত

এ মন ফিরে পাবে সঞ্জিবনী!

কোথায় তুমি?

কোন অচেনা পল্লীতে

নুপুরের রিনিঝিনি বাজিয়ে

বেণিবুনা চুলগুলো দুলিয়ে

মেঠোপথে আনমনে হেঁটে চলো?

কেমন আছো?

কিভাবে দিনাতিপাত করো?

কত সঙ্গীরে সাথে নিয়ে

গাঁয়ের অদূরে মাঠে গিয়ে

কোন খেলায় তুমি মেতে উঠো? বলো।



প্রস্ফুটিত ফুল সুরভিত করে চারদিকে

- গহীন বনে ফোটে!

তুমি প্রস্ফুটিত ফুলের মতো কবে

এ জীবনে সুরভি ঢেলে দিবে?

তোমার একটু ছোঁয়াতে জীবনের

প্রতিটি ক্ষণ মধুময় হয়ে উঠবে!

স্নিগ্ধ চাঁদ সাগরের মাঝে আন্দোলন তোলে!

তুমি স্নিগ্ধ চাঁদের মতো কবে

এ হৃদয়ে প্রেমের জোয়ার জাগাবে?

তোমার প্রচ্ছন্ন আকর্ষণ হৃদয়ের

সুক্ষ তারে তারে কম্পন তোলবে!

কোন দূর অজানায় একাকী বসে

বীণা বাজাও তুমি মনের সুখে?

শুরের রাগিনী শুনে

অশান্ত এ মন শুধু তোমাকে খুঁজে।

অপেক্ষার প্রহর গুণতে গুণতে

প্রতীক্ষার তীব্র আঘাতে

ভেঙ্গে গেছে ধর্য্যরে শেষ বাঁধ,

নিঝুম রাতের পাখিটির মতো সঙ্গীহীন

নিরবতা ভেঙ্গে বের হয়ে আসছে

হৃদয় ভাঙ্গা শেষ আর্তনাদ

- ওগো কবে তুমি আসবে?

আমার শব্দ মালা আজ প্রাণহীন

কবিতারা ছন্দ হারিয়ে কেমন আনাড়ি- গদ্যময়!

আমার গানগুলো আজ বেসুরা

সুরের মাতম আমার এলোমেলো হয়ে যায়!

বিষয়: সাহিত্য

১৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File