কেমন ছিলেন কেমন হলেন(পর্ব-০২)

লিখেছেন লিখেছেন জাকির ২৯ মার্চ, ২০১৩, ১১:৪৬:৩০ রাত

খোজ নিয়ে জানতে পাড়লাম ফজরের পর আমাদের পরম শ্রদ্ধেয় উস্তাদ কারী নূরমুহাম্মদ সাহেবের কাছে কুরআন শিক্ষা করে।এখন ভয় কমে গেছে আমার,ইচ্ছা করছে উনার সাথে কথা বলতে।একদিন মাগরিবের নামাজের পর দেখি আমাদের পরম শ্রদ্ধেয় উস্তাদ কারী নূরমুহাম্মদ সাহেব তার নিয়মিত অজীফা আদায় করছে উনি বাতাস করছে উস্তাদের প্রতি খেদমত করতে দেখে খুব ভাল লাগল কাছে গিয়ে বসে পরলাম আস্তে আস্তে কথা বলা শুরু করলাম,এইতো শুরু হল আমাদের পরিচয় এখন এখানে আর উনি বলে আর সম্বোধন করছি না এখন থেকে বলব সোহেল ভাই।তারপর দিনও একসাথে ছিলাম মসজিদে কথা বলছিলাম হঠাত কারী নূরমুহাম্মদ সাহেব হুজুর আসলেন কিছুক্ষন কথা বলার পর সোহেল ভাই হুজুরকে বললেন আগামিকাল জুমার নামাজ থেকে পাঞ্জাবি পড়ার নিয়ত করেছি,ইনশাল্লাহ।আমিতো আরো বেশি অবাক হয়ে গেলাম কেমন ছিলেন তিনি কেমন হচ্ছেন।আহ,সবই আল্লাহর ইচ্ছা। মাদ্রাসায় নতুন হুজুর এসেছেন আমার সাথে তেমন পরিচয় নাই তবে সোহেল ভাইয়ের সাথে দারুন সম্পর্ক তৈরী হয়েছে তার কাছ থেকে আগ্রহভরে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেন তাছাড়া ফজরের পর কারী নূরমুহাম্মদ সাহেব হুজুর আছেনই।পরীক্ষা শেষে চলে আসলাম টাঙ্গাইলে।বাড়ি ছিলাম ২০ দিনের মত এর মাঝে দারুন সম্পর্ক গড়ে ঊঠল সোহেল ভাই এর সাথে।২য় সাময়িক পরীক্ষার সময় একবারে চলে আসলাম বাড়িতে এখন থেকে বাড়িতেই থাকা হবে।এবারতো দাড়ি অনেক বড় হয়েছে দেখলেই মনে হয় মাদ্রাসার পড়া শেষের দিকে।এখন ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানেন।তাকওয়ার কথা কি বলব কিছুক্ষন থাকলেই বুঝা যায় তার কেমন তাকওয়া।প্রত্যেকটা কাজ অনেক বুঝে শুনে করেন যাতে শরীয়ত বিরুধী না হয়।উস্তাদকে কেমন করে খেদমত করতে হয় তা আমি তার কাছ থেকে শিখেছি কারী নূরমুহাম্মদ সাহেব হুজুরের পারিবারিক অনেক কাজ নিজেই করে দেন।সবসময় হুজুরের খেদমত করতে অপেক্ষায় থাকেন।তাইতো হুজুর তাকে তার জিন্দা লাঠি বলে আখ্যায়িত করেন যেমনটা প্রফেসর হামিদুর রহমান সাহেবকে হাফেজ্জী হুজুর(রঃ) বলতেন।বর্তমানে তিনি আমাদের ফাউন্ডেশনের মজলিসে সূরার অন্যতম সদস্য।ফাউন্ডেশনের সব কাজেই তার উপস্থিতি নিয়মিত।এভাবে চলছিল আমাদের একসাথে থাকা প্রায় ৪ বছর ধরে একসাথে আছি।কিন্তু জিবিকার তাগিদে আজ(২৬ মার্চ ২০১৩)আমাদের থেকে চলে গেলেন সূদুর সিঙ্গাপুর।ফেসবুকে একটি স্ট্যাটাস লিখলাম এভাবে-“জানিনা আবার কবে দেখা হবে আপনার সাথে......কতদিন ছিলাম মোরা একসাথ.......আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন সূদূর সিঙ্গাপুরে.........এই আইনুদ্দিন আল আজাদের সেই কথাটি মনে পড়ে.........।বন্ধু ভুলে যেও না কখনো.........

বিষয়: বিবিধ

১৩৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File