সত্য ও মিথ্যাঃউপকার ও অপকার
লিখেছেন লিখেছেন জাকির ২২ মে, ২০১৩, ০৮:০৬:৪৩ রাত
সত্য ও মিথ্যা মানুষের প্রধান চরিত্রগুলোর মধ্যে অন্যতম।যারা সত্য কথা বলে তাদের সত্যবাদী আর যারা মিথ্যা কথা বলে তাদের মিথ্যাবাদী বলে।সত্যবাদীতা বলতে বাস্তব অনুযায়ী সংবাদ দেয়াকে বোঝায়।এটি একটি মহৎ গুন।মহামানবগনই এই গুনটি অর্জন করেন।সমস্ত নবীগনের অবিচ্ছিন্ন গুন ছিল সত্যবাদীতা।আল্লাহ তায়াল বলেন-
"হে মুমিনগন।তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক"(সূরাঃতাওবা)
সাত্যবাদীতা ৩ ধরনের
১।অন্তরের সত্যতা ২।কর্মের সত্যতা ৩।কথ্যায় সত্যতা
সত্যবাদীতার অনেক উপকার আছে।সত্যবাদী আল্লাহ তায়ালা ও মানুষের নিকট প্রিয়।সত্য নেক আমলের দিকে ধাবিত করে,আর নেক আমল জান্নাতের দিকে নিয়ে যায়।সত্যবাদী ব্যক্তি দুনিয়াতেও সম্মানের পাত্র সাথে আখেরাতেও অনেক মর্যাদার অধিকারী।
আর অপর দিকে মিথ্যবাদীতা এর সম্পূর্ন বিপরীত।এটা বাস্তবতার উলটো সংবাদ।মিথ্যা এমন একটি কাজ যা ইচ্ছাকৃত ও উপহাস উভয় অবস্থাতেই নিষিদ্ধ।এটি বিভিন্ন ধরনের হতে পারে।
১।আল্লাহর উপর মিথ্যারোপ ২।রাসূলের উপর মিথ্যারোপ ৩।মিথ্যা সাক্ষী ৪।মিথ্যা ঘটনা ৫।না দেখে দেখার কথা বলা ৬।সপ্ন না দেখে সপ্নের দাবী করা।
মিথ্যার অপকারিতা অনেক।মিথ্যা মোনাফেকদের একটি অভ্যাস।মিথ্যাবাদীর সাক্ষ্য অগ্রহনযোগ্য।কখনো কখনো সে সত্য কথা বললে তা গ্রহন করা হয় না।মিথ্যাবাদী শাস্তির ব্যাপারে রাসূল(সা) তার সপ্নের বর্ননা করে বলেনঃ
রাত্রিকালে আমার নিকট দুইজন আগন্তুক এসে বলল চলুন।অতঃপর আমরা চলতে চলতে চিত হয়ে শায়িত ব্যক্তির নিকট পৌছালাম,আরেক ব্যক্তি তার কাছে লোহার হুক নিয়ে দাড়িয়ে আছে।সে শায়ত ব্যক্তির চেহারার একপার্শে এসে চোয়াল,নাক,চোখ হুক দারা ঘারের পিছনে টেনে নিয়ে যায়।অতঃপর গিয়ে এমনটিই করে।অপ্র পার্শ শেষ করার পূর্বে প্রথম পার্শ ঠিক হয়ে যায়।অতঃপর আগের মত আবার শুরু হয়ে যায়।নবিজি বলেন সুবহানাল্লাহ এরা দুজন কারা?ফেরেস্তারা বলল অচীরেই এদের সম্পর্কে আপনাকে বলব।শুনুন যে ব্যক্তির চোয়াল,নাক ও চোখ টেনে ঘার পর্যন্ত পৌছে দেয়া হয়েছে,সে ব্যক্তি ঘর থেকে বের হয়ে একটি মিথ্যা কথা প্রচার করে দেয়।ফলে তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
আল্লাহ তায়াল আমাদেরকে সত্যের উপর অটল ও মিথ্যা বুজনের তোফিক দান করুন।(আমিন)
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন