আল্লাহ যা করেন মংগলের জন্যই করেন

লিখেছেন লিখেছেন জাকির ২৩ এপ্রিল, ২০১৩, ১২:৪৬:৩০ রাত

ঘটনাটি আমাদের শায়খ আল্লামা মাহমুদুল হাসান(দামাতবারকাতুহুম) এর কাছ থেকে শুনেছি।অবশ্য ঘটনাটি শায়খ এর জীবনের একটি ঘটনা।একবার শায়খ সফরের উদ্দেশ্যে তার ছাত্রদের নিয়ে রওনা করেছেন।স্ট্যন্ডে গিয়ে গাড়ির ড্রাইভারকে বললেন যে আমাকে নামাজ পরতে দিতে হবে তাহলে আপনার গাড়িতে যাব।তখন ড্রাইভার রাজি হল।যখন নামাজের সময় হল শায়খ ড্রাইভারকে বললেন আমি নামাজ পরব গাড়ি থামাতে হবে।কিন্তু ড্রাইভার রাজি হল না,অনেক বুঝালেন কিন্তু কাজ হল না।শায়খ তখন বাধ্য হয়ে নেমে পড়লেন এবং মন খারাপ হল।নামাজ শেষে অন্য গাড়িতে উঠলেন এবং রাস্তায় দেখতে পেলেন, সেই গাড়িটি এক্সিডেন্ট হয়েছে।অধিকাংশ মারা গিয়েছে।আর বাকিরা আহত।শায়খ তখন অবাক হলেন।

বিষয়: বিবিধ

১৩৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File