পেরেক পাহাড়

লিখেছেন লিখেছেন গাজী ১০ ডিসেম্বর, ২০১৪, ১১:১২:৪৬ রাত



বহমান নদীর উপর খণ্ড নিদর্শন-

স্বপ্নাতুর তার স্বপ্নে দেখা

প্রযুক্তির কাজ-বাজ চলে উদায়াস্ত

পাহাড়ী ক্যাম্পাসের বিদ্যাপীঠে

রিকশা চেপে চলা স্কুলগামী কিশোরীর চোখে

পবিত্রতার ঝলকানি

আগন্তুকের পরানের ব্যালকনি

ছাপিয়ে পড়ে পুলকধারা।

নিদ্রার নিমগ্নতায় ছুঁয়ে যাওয়া-কীন ব্রীজ

পেরেক পাহাড়ের গাঁয়ে আাঁকা

চা চারার সারি সারি শিল্প!

তিলোত্তমা সিলেট

ইয়েমেনী এক আজন্ম সাধক

খুব নৈকট্যে পৌছানো মহান পুরুষ

গোবিন্দের অসার প্রাসাদ খা‌‍‍‌‌ন‌ খান‌‍‍‍

ভেঙে পড়ে

মুয়াজ্জিনের মিঠে সুর বাজে

আদিগন্ত- সমগ্র বাংলায়

অন্য বৈশিষ্ট্যে দীপ্যমান

তাঁর অজস্র কুশলীতে

সমৃদ্ধ জনপদ

আর তাঁর কাছের মানুষ

পৌছে গেলেন সুমিষ্ট শরবত

অধিবাসীদের ঘরে ঘরে।

বিষয়: সাহিত্য

১১৮৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293180
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : পাহাড় আমার ভালো লাগে। তাই যেতে ইচ্ছে করে সেথায়। মন টানে গানে গানে
১১ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪৯
237160
গাজী লিখেছেন : সত্যি পাহাড়,সাগর এগুলো বারবার দেখতে ইচ্ছে করে।ধন্যবাদ।
293191
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সিলেটে অনেক দিন ছিলাম।
সাতকরা বাদ দিয়ে সব খাবার মজা লাগত।
১১ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৭
237164
গাজী লিখেছেন : সাতকরা খাবারটা বা কেমন জানতে ইচ্ছে হচ্ছে।ভাল থাকুন।
293278
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০৭
পুস্পগন্ধা লিখেছেন : কবি কবি কবি তুমি গদ্য কবি
কিছুটা ছন্দ দিলে নান্দনিক হতো কবিতার ভুমি।
ছন্দ আর গদ্য মিলে কবিতার সুধা
মিটাতো মনের ছন্দের ক্ষুধা।
.......
....
....
যাহক যাহক সুন্দর হয়েছে
সিলেটে তো আসলেই অনেক কিছু রয়েছে।
293490
১১ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪৬
গাজী লিখেছেন : ছন্দ ও মাত্রা মিলের একটি কবিতার কিছু অংশ এমন-
---
---
পকেট আমার শাপলা ভরা।
ভোরের বেলায় কফিন মোড়া
শরীর তোমার বনজ-বরফ
গ্রহের ভেতরে তোমার তারীফ।
(কবিতাঃ পতাকা,মূদ্রা ও মানচিত্র)
-আপনার কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File