কুতুবদিয়া

লিখেছেন লিখেছেন গাজী ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩৬:২৫ রাত



সেরাতে দ্বাদশী চাঁদের ঢালা জোসনা

প্লাবিত হয়েছে ঢেউয়ের ফেনায়

ফেনা চিক‌ চিক আছড়ে পড়েছে বালু সৈকতে

সেরাতে তারারা যেন খুব কাছ থেকে

আলো ছড়িয়েছে সাগর স্রোতে

মানুষ-মানুষী সিক্ত সেখানে-

শিহরিত যেখানে,আহা চাঁদিমায়

অতল থৈথৈ সেখানে যারা

পাড়ি জমিয়েছে অদম্য নেশায়

সেখানে মৎস; সেখানে বিদ্যুত

যেখানে বাতিঘর

সেখানে লোকালয়

সেখানে কোলাহল

কত সুন্দর দ্বীপ!

সেখানে শান্ত-প্রশান্ত হৃদয়

যেখানে দেখা হলো

অদেখা জগৎ,অপূর্ব দৃশ্য

সেখানে অনন্য নকশা আঁকা

সেখানে গাছ-গাছালী

সেখানে পাখ-পাখালী

সেখানে স্তব্ধ মন

যেখানে আমার হৃদয় পড়ে আছে

অনিন্দ সুন্দর সে জায়গা কোন।

বিষয়: সাহিত্য

১৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File