তুমি বিষয়ক
লিখেছেন লিখেছেন গাজী ০৬ এপ্রিল, ২০১৩, ০৮:৪৮:১৭ রাত
এক.
প্রথম কথা; উচ্ছলতা
বিয়ে বাড়ির সীমানায়
প্রথম রোমান্স ছবি তোলা
বহতা নদীর কিনারায় !
দুই.
আসবে তুমি ডালি হাতে
ভরাবে ঘর খুব সুবাসে
কাটবে জীবন সমঝোতায়
এই গৃহে, বারোমাসে।
বিষয়: সাহিত্য
১৩৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন