গণতন্ত্র মুক্তি পাক , পরিবারতন্ত্র নিপাত যাক।

লিখেছেন লিখেছেন কলিং বেল ২৯ নভেম্বর, ২০১৩, ০৮:৫৬:৩১ রাত

গণতন্ত্র মুক্তি পাক , পরিবারতন্ত্র নিপাত যাক।

সংকট নিরসনে দুই দল কখনোই আন্তরিক ছিল না ,আর এখন হয়তো এক দল আন্তরিক কিন্ত অন্য দল নয়।

এখন আর দুই দলের সমঝোতার কোন সম্ভাবনা নেই। সুতরাং সহিংসতা চলতেই থাকবে আর আমরা কেউ আগুনে পুড়বো আর কেউ রাস্তায় হাটতে হাটতে পুলিশের গুলি খাব ,তারপরও সবাই মুখ বুজে বসে থাকব,আমিতো আর পুড়িনাই এই ভেবে আথবা ফেসবুকে একটা স্টাটাস দিয়েই খালাস। মানবাধিকার চেয়ারম্যান এসি রুমে বসে একটা বিবৃতি দিয়েই শেষ। এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে ..... যতদিন না প্রকৃত গণতন্র প্রতিষ্ঠিত হবে।

বিদ্যমান গণতন্ত্র কোন গণতন্ত্রই না , এটা ৫বছর পর পর ১দিনের ক্ষমতার লড়াই. সুতরাং ওই একদিন কোন ভাবেই কারচুপি করতে বা অন্য উপায়ে ভোট জালিয়াতি করতে পারলেই. O K. পরবর্তী ৫বছর দেশ তার নিজের সম্পত্তি, ১৬কোটি মানুষ তার দাস।

বিদ্যমান সমস্যা সমাধানে অবশ্যই ৩য় কোন শক্তিকে ক্ষমতায় আসতে হবে প্রয়োজনে সংবিধান স্থগিত করে। এর পরের কাজই হলো একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সংবিধান সংশোধন করে গণভোটের ব্যবস্থা করা। আমার মনে হয় -সংবিধানে কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা উচিত -

*এক ব্যক্তি ২বারের বেশী প্রধানমন্ত্রী না হতে পারা।

*কোন ব্যক্তি একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে না পারা।

*কোন ব্যক্তি ১০ বছরের বেশি কোন দলের প্রধান হতে না পারা।

*কোন সাংসদ বছরে ৫০% এর বেশি অনুপস্থিত হলে তার সদস্য পদ বাতিল করা।(কার্যকর বিরোধীদল থাকার জন্য)

*প্রশাসনের উপর এমপি , মন্ত্রিদের প্রভাব রহিত করা।

*নির্বাচনকালীন সরকারের একটা রুপরেখা প্রনয়ন করা।

*পরবর্তীতে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংসদের পাশাপাশি গণভোট করা।

সাধারন জনগণ, আমাদের উচিত রাস্তায় নামা , কেউ কি নেই নেতৃত্ব দেওয়ার? ???

বিষয়: বিবিধ

৮৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File