একজন ধার্মিকের পক্ষে রাজনীতিবিদ হওয়া সহজতর

লিখেছেন লিখেছেন েনেসাঁ ৩১ মার্চ, ২০১৩, ০৩:২৭:৩৬ দুপুর

রাজনীতি মানে উচ্চমানের সেবার নীতি। যিনি নিজের মনের গভীরে দেশের, দেশের জনগণের ও সমাজের নিঃস্বার্থে সেবা করার ইচ্ছা রাখেন তিনিই প্রকৃত রাজনীতিবিদ। উচ্চমানের নীতি হতে হলে তাকে অবশ্যই নিঃস্বার্থে হতে হবে। কিন্তু আমাদের দেশে বর্তমানে এই উচ্চাসনে বসে আছে স্বার্থবাজ, দুর্নীতি পরায়ণ, পুঁজিপতি তথাকথিত নেতারা। যারা ক্ষমতার জন্য খুন, গুম, ঘুষ, কমিশন বাণিজ্য, চাঁদাবাজি, সরকারী অর্থ আত্মসাৎ, সম গোত্রীয় লোকদের অর্থ আত্মসাতের সুযোগ করে দেওয়া, চরম দণ্ড প্রাপ্ত আসামীদের দণ্ড মউকুফ করে দেওয়াসহ এমন কোন খারাপ কাজ নেই যে তারা করে না। যা এই নীতির বিরুদ্ধ। তাই রাস্তাই শ্লোগান দেখা যাই, টাইম থাকতে পিওর হউন, সাপোর্ট দিবে জনগণ। যাক আসল বিষয়ে ফিরে আসি।

আর ধার্মিক ঐ লোক যিনি একমাত্র সৃষ্টিকর্তাকে মানেন, অন্তরে বিশ্বাস করেন ও তার কথাগুলো কাজে পরিণত করেন। তিনি নিঃস্বার্থে একমাত্র সৃষ্টিকর্তার ইবাদত করেন ও তিনি সকল সৃষ্টির প্রতি দয়াশীল । সঠিক সময়ে সঠিক কাজ করাটাও ধার্মিক লোকের একটা বড় গুণ । আর সত্য, সৎ গুণ ও সৎ চরিত্র তাদের পাথেয়। এই সকল গুনের অধিকারীগণ সাধারণত ভাল আমানতদার হয়ে থাকে। আর পরকালের জবাবদিহিতাই তাকে ভাল আমানতদার হতে সাহায্য করে। তাই একজন ভাল আমানতদার জনগণের ভোটের অধিকার রক্ষাই অবশ্যই একজন উপযুক্ত লোক এতে কোন সন্দেহ নাই। তবে বর্তমানে ভাল, সৎ ও ধার্মিক লোকের বড়ই অভাব। তাই এই কঠিন সময়ে জনগণ সৎ, অধিকতর মেধাবী ও সাহসী ধার্মিক নেতৃত্ব কে খুজবে এটাই স্বাভাবিক। আর বসে থাকলে চলবে না, জনগণের চাহিদা বুঝে দেশ ও দশের খেদমত করতে এগিয়ে আসার জন্য ধার্মিক ও সৎ লোকদের এটাই উপযুক্ত সময়। কারণ রাজনীতি সকল নীতির নিয়ন্ত্রক।

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File