ইসলামের ভুল খোজার আগে বলুন আপনি মুসলমান কি না ?

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৫ এপ্রিল, ২০১৯, ০৭:২৫:৩৪ সন্ধ্যা



ইসলাম শান্তির ধর্ম। আর ইসলামে মূল গ্রন্থ হলো আল কোরাণ যা মানবজাতির জন্য পূর্নাঙ্গ জীবন বিধান। যে ব্যক্তি আল্লাহ্’র বিধান আল কোরাণ ও নবীর তরিকা সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করেন তিনি মুসলমান। যে ব্যক্তি ইকামতে দ্বীনের উপর আস্থা ও পূর্ণ ঈমানের সহিত নবীর সুন্নাতের উপর থেকে মৃত্যুবরণ করলো সে জান্নাতি। বর্তমানে এক ধরণের নামধারী মুসলমান আছে যাদের অন্য কোন কাজ নেই, তাদের একমাত্র কাজ হলো শুধু ইসলামের দোষ খোঁজার নামে, বেদাত খোঁজার নামে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। তারা বিশ্ব সুন্দরী প্রতিযোগীতা, অশ্লীল মডেলিং, অশ্লীল সিনেমা, ঈমান বিধ্বংসী নাটক, যাত্রাপালা ও ভীনদেশী টিভি চ্যানেলের মাঝে কোন দোষ খুজে পান না। তারা দোষ খুজে পান পিস টিভি ও ইসলামিক চ্যানেলের মাঝে ! জাকির নায়েকের বক্তব্যের মাঝে ! মিজানুর রহমান আজহারীর বক্তব্যের মাঝে!

আবার কিছু মানবাধিকার কর্মী আছেন, তারা টক-শো কোন নারীর সাথে উচ্চ-বাচ্চ করলে বলেন নারী নির্যাতন হয়েছে অথচ বিরোধী দলকে ভোট দেওয়ার অপরাধে কোন নারীকে গণধর্ষন করলে অথবা ঢাকা ইউনিভার্সিটির নির্বাচিত নারী প্রতিনিধিকে নির্যাতন করলে তারা সেটাকে নারী নির্যাতন বলেন না। আমার বলতে ইচ্ছে করে আপনারা কি মুসলমান ? নাকি মানুষ ? নাকি অন্য কিছু ?

আবার কিছু ভাই আছেন তারা বলে থাকেন, "বৌ বাচ্চাদের বাড়ীতে রেখে ১২০দিন বা ৪০দিনের সময় লাগিয়ে তাবলীগের নামে চিল্লায় যাওয়া পরিস্কার হারাম। কেননা তোমার অবর্তমানে তোমার স্ত্রী অসামাজিক কাজে লিপ্ত হতে পারে। অথবা খানাপিনায় কষ্ট পাবে! আর এর জন্য তুমিই দায়ী।"

উপরোক্ত কথাগুলো বাংলাদেশের দুটি ভ্রান্ত আকিদার লোকদের মুখে শোনা যায়। এই ভ্রান্ত আকিদায় সম্পৃক্ত আমার এক আত্মিয় সৌদি আরব থাকেন। মাঝে মধ্যে উনার সাথে মোবাইলে কথা হয়। তিনি আমাকে প্রশ্ন করলেন,

ভাই বৌ বাচ্চাদের রেখে এইভাবে দীর্ঘ সময় দূরে সরে থাকাটা কি ঠিক?

আমি বল্লামঃ ভাই এযাবৎ আপনি কি কোন তাবলীগ ওয়ালার বাড়ীতে চাউলের বস্তা পাঠাইছেন?

ওরা সংসারের চাহিদা পূরণ করেই চিল্লায় যায়।

তিনি বললেনঃ স্ত্রীর চাহিদা কে পুরণ করেন?

আমি বললামঃ হা এই প্রশ্ন তো আমার অন্তরেও ঘুরপাক খাচ্ছে!

আপনারা যারা বছরের পর বছর বিদেশ করছেন তাদের বৌদের চাহিদা কে পূরণ করছে?

তিনি বললেনঃ আমরাতো সংসারের শান্তির লক্ষ্যেই অর্থ উপার্জন করতে বিদেশ করি।

আমি বললাম তাবলীগওয়ালারাও পরকালের শান্তির লক্ষ্যেই নেক উপার্জনের জন্য চিল্লায় যাচ্ছেন।

তবুও আপনাকে প্রশ্ন করিঃ

আপনার জানা মতো এইযাবৎ শুনেছেন যে, কোন তাবলীগ ওয়ালার স্ত্রী তার স্বামীর অবর্তমানে কোন পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে বা কোন অসামাজিক কাজে লিপ্ত হয়েছে? বরং আমার জানামতে অসংখ্য প্রবাসীর বৌ এমন জঘন্য অপরাধ করেছে তার অসংখ্য প্রমাণ আমার কাছে তো আছেই, আপনার কাছেও আছে।

তিনি আমতা আমতা করে কী যেন বললেন বুঝতে পারিনি।

আমি বললামঃ দেশের অধিকাংশ মানুষ অর্থ উপার্জনের জন্য গৃহ ত্যাগ করে অন্যত্র অবস্থান করছেন, সরকারি বেসরকারি অসংখ্য চাকুরিজীবী তার চাকুরীর খাতিরে ব্যবসায়ীরা তাদের ব্যবসার খাতিরে নিজ অবস্থান ত্যাগ করে শহর বন্দর সহ একাধিক এলাকায় গিয়ে অবস্থান করছেন,

কেউ দুই মাস কেহ ছয় মাস কেউ এক বছরেও তাদের স্ত্রীদের সাথে সাক্ষাত করতে পারছেননা।

আজ পর্যন্ত আপনাদের দেখিনি তাদেরকে কোন নসিহত বা উপদেশবানী শুনাতে।

তবে 120 দিন বা 40 দিনের জন্য দ্বীন শিখতে বা শেখাতে গেলে আপনাদের এতো মাথা ব্যাথা কেন?

দুর্ভাগ্যবশত এই কথা গুলো আমি তাকে শুনাতে পারিনি!

কখন যে তিনি মোবাইলের লাইন কেটে সংযোগ বিচ্ছিন্ন করেছেন টের ও পাইনি।

তাই নিজে নিজে বলা উপরোক্ত কথাগুলো ঐ ভাইদের জন্য উৎসর্গ করলাম যারা নিয়মিত তাবলীগ জামাতের সমালোচনা করেছেন।।।

পারবেন কি তার জবাব দিতে?

চাকুরিজীবীদের বৌদের চাহিদা মেটাতে আপনি কি ভূমিকা পালন করেছেন?

প্রবাসী ভাইদের বৌদের চাহিদা পূরণ করতে কতটা ভূমিকা ছিল আপনার ?

দূর দূরান্তে অবস্থানকারী ব্যবসায়ীদের বৌদের চাহিদা মেটাতে কোন পন্থা অবলম্বন করেছিলেন?

জানি কোন জবাব আপনি দিতে পারবেননা!

তবে যারা দ্বীনি শিক্ষা অর্জন করতে কিছু সময়ের জন্য বাহির হয় তাদের জন্য আপনার এতোটা দরদ কেন?

আপনি কি ইসলামের বন্ধু না শত্রু?

হে আল্লাহ যারা বুঝেনা তাদের হেদায়েত দান করুন।

বিষয়: বিবিধ

৯০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File