মূল সমস্যা দাঁড়ি-টুপি নাকি অর্থ বাণিজ্য
লিখেছেন লিখেছেন েনেসাঁ ১৮ মার্চ, ২০১৩, ০৪:০৪:৩৭ বিকাল
গত কাল ১৭/০৩/১৩ রাত সোয়া ১১ টা বাজে। এমন সময় চট্রগ্রাম থেকে আসা একটি বাস থেকে ঢাকার টিটি পাড়া বাস কাউনটার এ নামল মাহবুব আলম নামের এক যুবক। মুখে তার চাপ দাঁড়ি । সে ঢাকার এক বে সরকারী প্রতিষ্ঠানে চাকরী করে। অফিস এর কাজে সে চট্রগ্রাম গিয়াছিল। বাস থেকে নামার পরপরই পুলিশ তাকে চার্জ করে। সে তার অফিস এর আই, ডি কার্ড দেখানোর পরও পুলিশ তার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়া যাই। তার অপরাধ মুখে দাঁড়ি। পুলিশ তাকে বলে, তুই কইটা গাড়ী পুড়াইছস ? তুই কি শিবির করিস ? এরপর তাকে গাড়ীতে তুলে নিয়া যাই গোপীবাগ এর দিকে। রাত যখন ২ টা ৩০ মিনিট বাজে তখন তার মোবাইল দিয়া ৫০০০ টাকা দাবী করে। পরবর্তীতে সে তার অফিস এর দুই সহকর্মী কে টাকা নিয়া আসতে বলে, এর পর তার সহকর্মীরা পুলিশ কে ১০০০ টাকা দিয়া ছাড়াইয়া নিয়া যাই। তাহলে দাঁড়ি রাখা কি অপরাধ ? আর কতদিন চলবে পুলিশ এর এই অর্থ-বাণিজ্য ? কবে পুলিশ জনগনের সেবক হবে ? বর্তমানে আমার এই লেখাটাও হইত অপরাধ।
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন