রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের যোগ্যতা যাই থাকনা কেন, তারা এখনও ...........?

লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৯ মার্চ, ২০১৬, ০৬:২২:২২ সন্ধ্যা



আমাদেরকে আগে ফেরত যেতে হবে ১৯৪৭ সালে যখন ধর্মের ভিত্তিতে দুইটি রাষ্ট্রের জম্ম হয়েছিল, তার একটি ছিল হিন্দ রাষ্ট্র ভারত আর অন্যটি মুসলিম রাষ্ট্র পাকিস্তান। আর বাংলাদেশ মুসলিম রাষ্ট্রের অংশ। তাই বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম হওয়াটাই যুক্তিযুক্ত। আর ১৯৭১ সালে যে যুদ্ধ হয়েছিল তা ছিল শোষণের বিরূদ্ধে শোষিতের যুদ্ধ, কোন ধর্মযুদ্ধ নয়। যেখানে অংশগ্রহন করেছিল মুলসমান, হিন্দ, বোদ্ধ, খ্রিষ্টান তথা জাতি ধর্ম নির্বিশেষে সকল নিপিড়ীত জনগোষ্ঠী। তাদের মূল উদ্দেশ্য ছিল শোষনের যবনিকাপাত করা আর, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সাম্যবাদ ও অর্থনৈতিক মুক্তি। যার কোনটি আমরা এখনও প্রতিষ্ঠা করতে সমর্থ হয়নি। তাই এই সংগ্রাম এখনও অব্যাহত আছে। শোষেনের বিরূদ্ধের শোষিতের সংগ্রামের যেন কোন শেষ নেই। মনে হচ্ছে এ সংগ্রাম আজীবনের। আগে লুট করেছে বিদেশী সম্রাজ্যবাদী শক্তিগুলো, তারপর লুট করলো পাক হানাদাররা আর এখন লুট করছে দেশদরদী বিশিষ্ঠ বন্ধুগণ। জনগণের আজ আর বলার কিছুই নাই।

বিষয়: বিবিধ

৯৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364034
২৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৫৫
364041
২৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৯
কুয়েত থেকে লিখেছেন : ১৯৭১ সালে যে যুদ্ধ হয়েছিল তা ছিল শোষকের বিরূদ্ধে শোষিতের যুদ্ধ কোন ধর্মযুদ্ধ হয়নি। আগে লুট করেছে বিদেশীরা সম্রাজ্যবাদী শক্তিগুলো, তারপর লুট করলো পাকীরা আর এখন লুট করছে দেশদরদী বিশিষ্ঠ জনেরা। ভালো লাগলো লেখাটির জন্য ধন্যবাদ আপনাকে
364044
২৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২৮
শেখের পোলা লিখেছেন : ৭১ এ শোষকের বিরুদ্ধে লড়াই কিছু মুসলীমদের অন্তরে থাকলেও অ মুসলীমদের অন্তরে ছিল অন্যকিছু৷ আর আজ তারাই জয়ী হয়েছে৷শোষকের উত্তরসূরী হয়েছে৷ আমাদের সান্ত্বনা আমরা দো রঙ্গা একখানা পতাকা পেয়েছি৷ধন্যবাদ৷
364071
২৯ মার্চ ২০১৬ রাত ০৯:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : সেদিন পাকিস্তানী শোষণের বিরুদ্ধে লড়াই হয়েছে, আজ ভারতের বিরুদ্ধে হোক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File