এক অরাজকতার দেশের গল্প
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৩২:২৪ বিকাল
এক ছিল ন্যায় বিচারক রাজা, কিন্তু তার দেশে ছিল চরম অরাজকতা । এক দিন রাজার মেয়ে ভ্রমণে যাচ্ছিল, এমন সময় ঘটলো এক বিপত্তি । রাজার মেয়েকে দেখতে আশা লোকের ভিড়ে একটি দেয়াল ভেঙ্গে এক জন লোক মারা গেল। বিচার গেল রাজার কাছে। দোষী সাব্যস্ত করা হল দেয়ালের মালিক কে। মালিক বলল আমার কোন দোষ নেই, সব দোষ মিস্ত্রীর, তাকে সব মালামাল দেয়া হইয়াছে যা সে চেয়ে ছিল। মিস্ত্রী বলল আমার কোন দোষ নেই, সব দোষ রাজার মেয়ের। কারণ রাজার মেয়ে যখন যাচ্ছিল তখন আমি সেই দিকে খেয়াল করেছিলাম যার কারণে সিমেন্ট বালুতে মিশাতে ভুলে গিয়াছিলাম। সঠিক বিচারক রাজা বলে কথা, ধরা হল রাজার মেয়েকে। হাজার হলেও নিজের মেয়ে, তিনি তার মেয়েকে বাদ দিয়া তার বদলে তার বৃদ্ধ মাতাকে ফাঁসি দিলেন। অরাজকতার দেশ বলে কথা, কখন যে কার ফাঁসি হই বোঝা বড় দাই।
বিষয়: বিবিধ
১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন