আগে পাগল হও, তারপর পাগলের দেশ শাসন কর।

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:১২:১৮ বিকাল



সে বহুদিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। সেই রাজা ষড়যন্ত্রের মাধ্যমে রাজ্যের প্রকৃত উত্তরসূরীকে বাদ দিয়ে ক্ষমতা দখল করেছিল। বেশ ভালই চলছিল। একদিন রাজামসাই স্বপ্নে দেখল তার দেশে এমন বৃষ্টি হবে, এই বৃষ্টির পানি যার যার গায়ে লাগবে সে মানুষগুলো পাগল হয়ে যাবে। রাজা মন্ত্রীসভার বৈঠক ডাকল। মন্ত্রী সভায় সিদ্ধান্ত হলো এই পানি যেন কোন রাজা ও মন্ত্রীসভার গায়ে না লাগে। আর রাজদরবারে কিছু পানি সংরক্ষন করা হবে। রাজার স্বপ্ন সত্যি হলো। রাজ্য সভার সিদ্ধান্ত অনুযায়ী তাই করা হলো। রাজ দরবারের সদস্য ও তাদের পরিবারবাদে রাজ্যের সব মানুষ পাগল হয়ে গেল। রাজ্যের নাম হয়ে গেল পাগলের রাজ্য। পাগল গুলোকে রাজা মশাই ভালভাবেই সামাল দিচ্ছিল। তখন বিপত্তি ঘটল ‍যখন রাজ্য সভায় সিদ্ধান্ত হলো, রাজ্যের সব মানুষকে অক্ষর জ্ঞান দান করতে হবে, সবাইকে কারীগরী শিক্ষাই ও উচ্চ শিক্ষাই শিক্ষিত করতে হবে। রাজ্য সভার সিদ্ধান্ত অনুযায়ী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলো। পাঠ দান শুরু হলো। কিছুদিন পরে রাজ্যের সকল পাগল বিক্ষোভ শুরু করল। কারণ তাদের সন্তানদেরকে পাঠদানের নাম করে রাজা মশাই তাদেরকে সকাল ১০ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত বন্ধী করে রাখছে। এতে তাদের সন্তানদের স্বাধীনতা হরণ হচ্ছে, তাদের স্বাস্থ্য হানী করা হচ্ছে। এই বিক্ষোভ চারিদিকে ছড়িয়ে পড়ল। অবস্হা এতটাই বেগতিক যে, রাজাকে রাজ্য শাসন হারানোর সম্ভাবনা দেখা দিল। তখন রাজ্য সভার জরুরী বৈঠক ডাকা হলো এবং পাগলদের বিক্ষোভ ঠেকানোর জন্য বৈঠকে সিদ্ধান্ত হলো যে, রাজ্য সভার এলাকায় যে বৃষ্টির পানি সংরক্ষন করা হয়েছিল তারা সবাই তা গায়ে ঢেলে নিবে ও পাগল হয়ে যাবে। সিদ্ধান্ত কার্যকর করা হলো আর সবাই পাগল হয়ে গেল। পাগলের দেশে পাগল রাজা তাদের মন মত দেশ পরিচালনা করতে থাকল।তখন নিরপরাধ মানুষকে সাজা আর অপরাধীদেরকে ছেড়ে দেয়া হচ্ছিল।রাজ্যের সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসাবে তারা ব্যয় করতে থাকল। অন্যায়, অনাচার, অপপ্রচার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে থাকল। জুলুম-অত্যাচার, নির্যাতন আর মিথ্যাচারে দেশ ভরে গেল। পাশের রাজ্যগুলো তাদেরকে ভয়ও করত ও তাদেরকে নিয়ে হাসাহাসিও করত। বলা তো যায় না পাগল বলে কথা, কখন যে কি করে ফেলে। আর তারা তাদের পাগলামী বন্ধের জন্য প্রার্থনা করতে থাকল আর অপেক্ষার প্রহর গুনতে থাকল।

বিষয়: বিবিধ

১৩৯৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260412
০১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File