নামাজের মধ্যে যে কি পরিমান বিজ্ঞান লুকায়িত ---

লিখেছেন লিখেছেন েনেসাঁ ৩১ আগস্ট, ২০১৪, ০১:০৮:০০ দুপুর



পবিত্র কুরআন-মাজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার ব্যাপারে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা অনেকেই মনে করি নামাজের উপকারিতা বলতে পরকালের শান্তির কথা। আসলে শুধু তাই নয়, দুনিয়াতেও নামাযে রয়েছে বিশাল উপকার আর এই বিজ্ঞান সম্মত এই উপকারের কথা বলা হয়েছে আজ থেকে ১৪০০ বছর আগে। ইসলামই একমাত্র ধর্ম যার সাথে বিজ্ঞানের মিল রয়েছে। কেবল মাত্র পবিত্র কুরআন-শরীফের কথা ১০০% এর মধ্যে ৮০% বিজ্ঞান প্রমান করতে পেরেছে। আর বাকি ২০% বিজ্ঞান বের করতে পারেনি কারন সেটি প্রমান করার মত প্রযুক্তি এখনো পৃথিবীতে আসেনি।

নামাজের মধ্যে যে কি পরিমান বিজ্ঞান লুকায়িত আছে তা নিম্ন বর্ননা করা হলঃ

১। নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়।ফলে আমাদের স্মৃতি শক্তি অনেক বৃদ্ধি পায়।

২।নামাজের যখন আমরা দাড়াই তখন আমাদের চোখ জায়-নামাজের সামনের ঠিক একটি কেন্দ্রে স্থির অবস্থানে থাকে ফলে আমাদের মনোযোগ বৃদ্ধি পায়।

৩।নামাজের মাধ্যমের আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয়।এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে। এর মাধ্যমে শরীরের সবগুলো জোড়া নড়া-চড়া করে।

৪। নামাজের মাধ্যমের আমাদের মনের অসাধারন পরিবর্তন আসে। যা মানসিক প্রশান্তি এনে দেয়।

৫। নামাজ সকল মানুষের দেহের কাঠামো বজায় রাখে। ফলে শারীরিক বিকলঙ্গতা লোপ পায়।

৬। নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে যেমন ওজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয় এর ফলে বিভিন্ন প্রকার জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি।

৭। নামাজে ওজুর সময় মুখমন্ডল ৩বার ধৌত করার ফল আমাদের মুখের ত্বক উজ্জল হয় এবং মুখের দাগ কম দেখা যায়।

৮। ওজুর সময় মুখমন্ডল যেভাবে পরিস্কার করা হয় তাতে আমাদের মুখে একপ্রকার মেসেস তৈরি হয় ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে য়ায।

৯। কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পত্র থাকে এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ সে বিরত থাকে।

১০। নামাজ আদায় করলে মানুষের জীবনি শক্তি বৃদ্ধি পায়।

১১। কেবল মাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মত যত্ন নেওয়া হয় ফলে অধিকাংশ নামাজ আদায় কারী মানুষের দৃষ্টি শক্তি বজায় থাকে।

বিষয়: বিবিধ

১৫২০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259997
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৬
নোমান২৯ লিখেছেন : খুব সুন্দর পোস্ট । ধন্যবাদ ভাইয়া ।
260002
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩২
কাহাফ লিখেছেন : পার্থিব ও পরকালীন মংগল বিবেচনায় ইসলামের প্রতি টা হুকুম,যদিও আমরা তা বুঝি না। পোস্টের জন্যে ধন্যবাদ ভাই।
260031
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৩
আল সাঈদ লিখেছেন : অসাধারণ । ভালো লাগলো
সবার উচিত নামাজ আদায় করা।
260100
৩১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫২
মামুন লিখেছেন : আসাধারণ একটি পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো। Rose Rose Rose
260141
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
শেখের পোলা লিখেছেন : একশত ভাগ সত্য৷ ধন্যবাদ৷
260167
৩১ আগস্ট ২০১৪ রাত ০৮:৪১

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : নামাজ পরিশ্রান্ত কর্মজীবী মানুষের ঘুম নষ্ট করে। নামাজ মানুষের জরুরী কাজের অন্তরায়। একাগ্রচিত্তের চিন্তা, গবেষণা, আবিস্কার, সাধনায় বারবার উৎপাত করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File