দেয়ালে পিঠ ঠেকে গেলে গাঁধারও মাথা খোলে।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৭ আগস্ট, ২০১৪, ১২:০৪:৩৫ দুপুর
একদিন এক কৃষকের গাধা একটা গর্তে পড়ে গেল। গাধাটি কয়েক ঘণ্টা ধরে চিৎকার করতে লাগল এবং তাঁর মালিকও চিন্তা করল তাকে কি করা যায়। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন গাধাটির অনেক বয়স হয়েছে, তাই এটা মোটেই খারাপ হবে না যদি তাকে মাটি দিয়ে সম্পূর্ণ ঢেকে মেরে ফেলা হয়।
কৃষক তার প্রতিবেশীদের আমন্ত্রণ জানালো তাকে সাহায্য করার জন্য। তারা সবাই একটি করে বেলচা নিল এবং ওই গর্তে মাটি ফেলতে লাগলো।
প্রথমে গাধাটি বুঝল যে তাকে ভয়ঙ্করভাবে মেরে ফেলা হচ্ছে- গাধাটি আরও বেশী চিৎকার করতে লাগলো।
গর্তে কিছু মাটি ফেলার পর, কৃষক শেষ বারের মতো গর্তের দিকে দেখল, তিনি বিস্মিত হয়ে গেল গর্তে যা দেখল। গর্তে যতবার বেলচা থেকে মাটি পড়তে লাগলো, গাধাটা তার দেহ থেকে মাটি গুলো ঝেড়ে সে ঐ মাটির উপর তার পা গুলো রাখতে লাগলো।
কৃষকের প্রতিবেশীরা অবিরাম ভাবে বেলচা দিয়ে মাটি ফেলতে লাগলো এবং গাধাটি একইভাবে তার দেহ থেকে মাটি গুলো ঝেড়ে সে ঐ মাটির উপর তার পা গুলো রাখতে লাগলো। এক সময় দেখা গেল গাধাটা ঠিক গর্তের উপরে উঠে আসল এবং তার জীবনটা ফিরে পেল।
শিক্ষনীয় মন্তব্যঃ
জীবন আমাদের উপর বেলচা ভর্তি মাটি ফেলবে এটাই স্বাভাবিক। আমাদের কাজ হচ্ছে সেই চাপা দেয়া মাটিকেই কাজে লাগিয়ে উপরে উঠা। প্রতিটি সমস্যাই আসলে সমাধানের একটি করে ধাপ, যদি আমরা তা কাজে লাগানোর মত ইতিবাচক হয়ে থাকি। যে কোন সুগভীর কূপ/কুয়া থেকেই মুক্তিলাভ সম্ভব, যদি না আমরা হাল ছেড়ে দেই।
বিষয়: বিবিধ
১৬৮৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন