বিশ্বের মুসলমানরা এত বেশি নির্যাতিত কেন?

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৩ জুন, ২০১৪, ০৪:৫৪:১১ বিকাল



প্রশ্ন: বিশ্বের মুসলমানরা এতে বেশি নির্যাতিত কেন? শুধুমাত্র ইরানকে মুসলমানদের পক্ষে কথা বলতে দেখা যায়; অন্য মুসলিম দেশগুলো কেন এক্ষেত্রে ইরানের সঙ্গে এগিয়ে আসে না?

উত্তর: এ প্রশ্নের উত্তর আমরা দুই ভাগে ভাগ করেছি:

ক) বিশ্বের মুসলমানরা কেন এত বেশি নির্যাতিত এবং তাদের দুর্দশা ও দুর্বলতার কারণ কি?

এ বিষয়ে জানতে হলে আমাদেরকে প্রথমে মুসলিম বিশ্বের ইতিহাস জানতে হবে। মুসলিম সভ্যতার সোনালি যুগের পতনের পর গত কয়েক শতাব্দিতে মুসলিম দেশগুলো কথিত পশ্চিমা সভ্যতার (শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে) সর্বোপরি আগ্রাসনের শিকার হয়। এর ফলে জ্ঞান-বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি ও সামাজিক দিক দিয়ে এ দেশগুলোর অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছে যায়। এ কারণে মুসলিম দেশগুলোর অবস্থা আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়ে।

স্বাভাবিকভাবেই, মুসলিম দেশগুলোর দুর্বলতার কারণে এসব দেশের সাধারণ মানুষও দুর্বল হয়ে পড়ে এবং তাদের ওপর নির্যাতনের প্রেক্ষাপট তৈরি হয়। কাজেই মুসলমানদের নির্যাতিত হওয়ার জন্য প্রথমেই আমাদেরকে মুসলিম সভ্যতার পতনের দিকে দৃষ্টি দিতে হবে। যেসব কারণে এ সভ্যতার পতন হয় তার কয়েকটি হচ্ছে:

১. পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যাওয়া;

২. মুসলিম দেশগুলোর সরকার ও জনগণের মধ্যে দ্বন্দ্ব ও বিভেদ ছড়িয়ে পড়া;

৩. মুসলিম দেশগুলোর পরস্পরের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি;

৪. মুসলমানদের মধ্যে কুসংস্কার ও বেদাত ছড়িয়ে পড়া ও তাদের মধ্যে জ্ঞান-বিজ্ঞান ও নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের আগ্রহ কমে যাওয়া;

৫. মুসলিম দেশগুলোতে উপনিবেশবাদী শক্তিগুলোর সর্বব্যাপী আগ্রাসন;

৬. মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে আস্থা ও আত্মবিশ্বাসের অভাব ছড়িয়ে পড়া;

অতীতের ঘটনাবলী বিশ্লেষণ করে বলা যায়, মুসলিম দেশগুলোর বর্তমান দুরবস্থার জন্য কিছু অভ্যন্তরীণ কারণ ছিল। অর্থাৎ মুসলমানরাই প্রথমত তাদের দুর্দশার জন্য দায়ী। সেইসঙ্গে যোগ হয়েছে আন্তর্জাতিক প্রেক্ষাপট ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আগ্রাসন ও ষড়যন্ত্র।

খ) মুসলিম বিশ্বের পৃষ্ঠপোষকতায় ইসলামি প্রজাতন্ত্র ইরান যেসব পদক্ষেপ নিচ্ছে তার সমর্থনে অন্যান্য মুসলিম দেশ এগিয়ে আসছে না কেন? এর কারণ হল :

ইরানের সংবিধানের তিনটি মূলনীতি হচ্ছে-

১. বিশ্বের যেকোনো স্থানে আধিপত্যবাদীদের মোকাবিলায় নির্যাতিত জনগোষ্ঠীর সংগ্রামের প্রতি সমর্থন;

২. বিশ্বের সব মুসলমানের অধিকার রক্ষা;

৩. বিশ্বের প্রতিটি মুসলমানের প্রয়োজনে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেয়া। এ ছাড়া, ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াবে ইরান।

এসব কাজে অন্যান্য দেশের পক্ষ থেকে ইরানকে সহযোগিতা না করার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্য থেকে দুটি কারণ তুলে ধরা হলো:

১) কিছু দেশের সংবিধান ও আইনি কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যার ফলে তারা ইরানকে সহযোগিতা করতে পারে না।

২) ইরানের সঙ্গে কিছু দেশের সম্পর্কে আস্থাহীনতার পরিবেশ বিরাজ করায় তারা এ কাজে এগিয়ে আসতে পারছে না।

রেডিও তেহরান/এএস/এমআই/২

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230082
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:০৪
আল সাঈদ লিখেছেন : খুবই শিক্ষনীয় পোষ্ট। ভ্রাতৃত্ব না থাকলে মার খেতেই হবে। ভালো লাগলো
230103
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:১৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
230164
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনৈক্য আর ক্ষুদ্র স্বার্থের প্রতি বেশি মনোযোগই মুসলিমরা নির্যাতিত হওয়ার কারন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File