হজরত ইব্রাহীম (আ.) মুমিন ও কাফের নির্বিশেষে সব অভাবি মানুষকে দয়া প্রদর্শন করতেন

লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৯ এপ্রিল, ২০১৪, ০৩:৫০:৫৯ দুপুর



হজরত ইব্রাহীম (আ.) এত অতিথিপরায়ণ ছিলেন যে, প্রতিদিন অন্তত একজন অতিথিকে সঙ্গে না নিয়ে খাওয়া-দাওয়া করতেন না।

এক দিনের ঘটনা,

সারা দিনেও তিনি কোনো অতিথি পেলেন না। সন্ধ্যা ঘনিয়ে আসার সময় তিনি যখন হতাশ হয়ে গৃহের ভেতরে প্রবেশ করতে যাবেন এমন সময় একজন ভিক্ষুক

এসে হাজির হলো।

তিনি অতি আনন্দে ভিক্ষুককে বসালেন এবং খাবার দিলেন।

সারা দিন ক্ষুধার্ত

ভিক্ষুকটি খাবার পেয়েই

গো,গ্রাসে খাওয়া শুরু করল।

হজরত ইব্রাহীমদেখলেন, বিসমিল্লাহ না বলেই ভিক্ষুকটি খাওয়া শুরু করেছে এবং বুভুক্ষের

মতো গিলছে। আল্লাহর প্রিয় নবী ইব্রাহীম (আ.)-এর এটা সহ্য হলো না। তিনি ক্রুদ্ধ স্বরে জিজ্ঞাসা করলেন, 'কি হে!

তুমি খাওয়ার আগে আল্লাহর নাম উচ্চারণ করলে না যে।'

ভিক্ষুক বলল : (নাউজুবিল্লাহ) আমি বাপু আল্লাহ- টাল্লাহ মানিনে। খাবার পেলে খাব, না পেলে উপোস করব। এর সঙ্গে আবার আল্লাহর নাম নেওয়ার কি সম্পর্ক?

হজরত ইব্রাহীম (আ.) রেগে আগুন

হয়ে বললেন : 'তবে রে হতভাগা! এর একটি দানাও তুই স্পর্শ করতে পারবি না,

এক্ষণি দূর হ আমার সামনে থেকে।'

বেচারা ভিক্ষুক আর কি করবে। এক গ্রাস কি দুই গ্রাস খেয়েছিল। আর খেতে পারল না।

হজরত ইব্রাহীম (আ.) ততক্ষণে তার

খাবারের থালাটিও কেড়ে নিয়েছেন।

অগত্যা সে একটি দীর্ঘ নিঃশ্বাস

ছেড়ে বিদায় নিল।

কিছুক্ষণ পরেই ওহি এলো।

আল্লাহ সুবহানাতায়ালা ধমকের সুরে হজরত ইব্রাহীমকে বললেন : 'হে ইব্রাহীম!

দীর্ঘ আশি বছর ধরে এ অবিশ্বাসী নাস্তিককে আমি আমার পৃথিবীতে বসবাস ও চলাফেরা করতে দিয়েছি, খাবার সরবরাহ করছি। আর তুমি কি- না একটিবারও তাকে সহ্য করতে ও খাওয়াতে পারলে না।' অনুতপ্ত হয়ে হজরত ইব্রাহীম (আঃ) ভিখারিটিকে খুঁজতে লাগলেন। কিন্তু কোথাও খুঁজে পেলেন না।

সেই থেকে হজরত ইব্রাহীম (আ.) মুমিন ও কাফের নির্বিশেষে সব অভাবি মানুষকে দয়া প্রদর্শন করতেন এবং সব রকমের অতিথির সমাদর করতেন।

বিষয়: বিবিধ

১১৬৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214868
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০১
হতভাগা লিখেছেন : শক্ত রেফারেন্স দিন
214910
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৭
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ধন্যবাদ শিক্ষনীয় গল্পটি শেয়ার করার জন্য.
214920
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৮
মুজিব সেনা লিখেছেন : ধন্যবাদ,এই ধরনের শিক্ষণীয় বিষয়ের উপর আরও বেশী করে লিখুন।
215088
২৯ এপ্রিল ২০১৪ রাত ১০:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আশিটি বছর কেটে গেল,আমি ডাকিনি তোমায় কভু,
আমার ক্ষুদার অন্ন তা'বলে বন্ধ করনি কভু!
তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবী,
মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি!
কোথা চেঙ্গিস,গজনী মামুদ,কোথায় কালাপাহাড়?
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা দেয়া দ্বার।
খোদার ঘরে কে কপাট লাগায় ,কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা রবে চালা হাতুরি শাবল চালা।
215127
৩০ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৫
Mujahid Billah লিখেছেন : কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। এই
কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায় কাফের
বেইমান মুশরেকেরা। ও আমার ভাই-বোনেরা,
যারা আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়
আমরা কি তাদের সাথে জেহাদের জন্য প্রস্তুত আছি ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File