প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শনে নেকী রয়েছে।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৩০:৫৯ দুপুর
রাসূল (সাঃ) বলেছেনঃ
একদা এক ব্যক্তি পথ চলছিল। তার খুবই পিপাসা লাগল। অতঃপর সে একটি কূপ পেল। সুতরাং সে তাতে নেমে তা হতে পানি পান করল।
অতঃপর বের হয়ে দেখতে পেল যে, [ওখানেই] একটি কুকুর পিপাসার জ্বালায় জিভ বের করে হাপাচ্ছে ও কাদা চাটছে। লোকটি [মনে মনে] বলল, পিপাসার তাড়নায় আমি যে পর্যায়ে পৌছেছিলাম, কুকুরটিও সেই পর্যায়ে পৌছেছে। অতএব সে কূপে নামল তারপর তার চামড়ার মোজায় পানি ভর্তি করল।
অতঃপর সে উপরে ঊঠল এবং কুকুরটিকে পানি পান করাল। আল্লাহ্ তা'আলা তার এই আ'মালকে কবুল করলেন এবং তাকে ক্ষমা ক'রে দিলেন।
সাহাবাগণ বললেন, হে আল্লাহ্র রসূল ! চতুস্পদ জন্তুর প্রতি দয়া প্রদর্শনেও কি আমাদের সওয়াব হবে? তিনি বললেন, প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শনে নেকী রয়েছে।
বুখারীর অন্য বর্ণনায় রয়েছে, আল্লাহ্ তা'আলা তার এই আ'মলকে কবুল করলেন। অতঃপর তাকে ক্ষমা ক'রে জান্নাতে প্রবেশ করালেন।
সহীহ বুখারী, হাদীস ২৩৬৩
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন