সত্যের বোমায় ইসরাইলের ধ্বংস অত্যাসন্ন : মার্কিন বিশ্লেষক

লিখেছেন লিখেছেন েনেসাঁ ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৯:১৬ সকাল



প্রখ্যাত মার্কিন বিশেষজ্ঞ কেভিন ব্যারেট বলেছেন, ইহুদিবাদী সরকারের নানা মিথ্যাচার বিশ্ববাসীর কাছে ক্রমেই স্পষ্ট হচ্ছে, আর তাই ইসরাইলের বিলুপ্তি বা ধ্বংস অত্যাসন্ন।

তিনি সম্প্রতি এক নিবন্ধে এই মন্তব্য করেছেন। ইরানের প্রেস-টিভির ওয়েব সাইটে তার ওই নিবন্ধটি প্রকাশিত হয়েছে।

মার্কিন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ব্যারেট লিখেছেন: সত্য প্রকাশিত হতে থাকা ও এ কারণে ন্যায়বিচারের দাবি জোরদার হতে থাকার বিষয়টি ইসরাইলের জন্য প্রকৃত ধ্বংসাত্মক হুমকি এবং এর ফলে শিগগিরই বর্ণবাদী ইসরাইল ধ্বংস হয়ে যাবে।

তিনি আরো লিখেছেন, ইরানের পরমাণু বোমা ও ফিলিস্তিনিদের জনসংখ্যা বোমার জন্য ইহুদিবাদীদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, বরং দখলদার ইসরাইলের প্রকৃত শত্রু হল ধীর-গতির সত্য-বোমা যা ক্রমেই বিশ্বব্যাপী বিস্ফোরিত হচ্ছে।

ইহুদিবাদীরা সত্যকে দমিয়ে রাখতে ব্যর্থ হওয়ায় তারা বিপর্যয় বা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলেও ব্যারেট মন্তব্য করেছেন।

তিনি লিখেছেন, ইন্টারনেট ও বিকল্প গণমাধ্যমের এই যুগে কেবল কিছু প্রধান মিডিয়া বা গণমাধ্যম আর রাজনীতিবিদকে কিনে ফেলাই সত্যকে গোপন রাখার জন্য আর যথেষ্ট নয়।

ইহুদিবাদী ইসরাইল চলতি বছর থেকে আগামী বছরের মধ্যে ধ্বংসের মুখে পড়বে এই ভবিষ্যদ্বাণী করে তিনি লিখেছেন, তবে এর অর্থ বিশ্বযুদ্ধ বা অর্থনৈতিক বিপর্যয় নয়।

ব্যারেট আরো লিখেছেন, ইসরাইলের বিরুদ্ধে নিন্দাবাদ ইউরোপে জনপ্রিয় হয়ে উঠেছে এবং জননেতারা ইহুদিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখার ক্ষেত্রে ক্রমেই সাহসী হয়ে উঠছেন।

বিষয়: বিবিধ

১২৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176640
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৮
হতভাগা লিখেছেন : সত্য সমাগত আর মিথ্যা দূরীভূত
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৭
129819
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
সহমত
176652
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৭
176669
১৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০২
শিশির ভেজা ভোর লিখেছেন : শুধু কথায় চিড়ে ভিজে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File