দাঁড়ি পুরুষকে তরুণ, স্বাস্থ্যবান ও সুদর্শন করে

লিখেছেন লিখেছেন েনেসাঁ ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:২৩:৪৬ সন্ধ্যা



শিরোনাম দেখে ভাবছেন! হ্যাঁ, একটি বিজ্ঞান সাময়িকী এই তথ্যই দিয়েছে। দাঁড়ি এখন আর শুধু হিপস্টার আর ভবঘুরেদের ফ্যাশন নয়। যেকোনো ভদ্রলোকই এখন দাঁড়ির মাধ্যমে নিজেকে আবেদনময়ী, স্বাস্থ্যবান ও সুদর্শন করতে পারেন।

গবেষকরা আবিষ্কার করেছেন, দাঁড়ি ও গোঁফ রাখলে একজন পুরুষ অনেক স্বাস্থ্যগত সুবিধা পেয়ে থাকেন।

ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের এক দল গবেষকের এই গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘রেডিয়েশান প্রোটেকশান ডোজিমেট্রি জার্নালে’।

গবেষণায় দেখা যায়, দাঁড়ি সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি ঠেকায় ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত। এটা দ্রুত বুড়িয়ে যাওয়া থেকে পুরুষকে বাঁচায় এবং স্কিন ক্যান্সারের ঝুঁকি কমায়।

আপনার অ্যাজমা আছে? ভয় কি! আপনার দাঁড়িতে আটকে যাবে ধুলো আর ক্ষতিকর বস্তু, যা আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারতো। তাছাড়া এটা ঠান্ডা বাতাস ঠেকিয়ে আপনার চামড়ার আদ্রতা বজায় রাখে। নিয়মিত শেভ করলে আপনার দাঁড়ির মূলে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটায় এবং ব্রনের সৃষ্টি করে।

হা ভদ্র মহোদয়! আপনার রেজর কি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন? এই গবেষণাটি পরিচালনা করার জন্য এই গবেষক দলটি দাঁড়িওয়ালা এবং শেভ করা বিভিন্ন গ্রুপের পুরুষকে পর্যবেক্ষণ করেন।

অস্ট্রেলিয়ার এই গবেষক দলটি ওই পুরুষদের দিনের বেলায় উত্তপ্ত সূর্যের নিচে দাঁড় করিয়ে রাখেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এবং কে কতটুকু রেডিয়েশান শোষণ করেছে এটা তুলনা করে দেখেন। তখনই দাঁড়ির এই উপকারের দিকটি ধরা পড়ে।

http://www.rtnn.net//newsdetail/detail/8/49/77992

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176412
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৫
শিশির ভেজা ভোর লিখেছেন : দাঁড়ি রাখলে তালেবান তালেবান লাগে । তাই রাখতে ইচ্ছে করেনা। তবে মরার আগে বুড়া হলে রাখার ইচ্ছা আছে।
176648
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৩
েনেসাঁ লিখেছেন : মরার আগে যে আমি বুড়া হব তার গ্যারান্টি আমাকে কে দিল?
196169
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৯
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বিষয় অথচ আমরা সকলেই এ ব্যাপারে বলতে ভয় বা জড়তা বোধ করি। আছেন কি কোনো তরুণ ভাই, যে এ জিহাদে শরীক হতে রাজী?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File