জর্ডানের এক মরুভূমী এলাকায় একমাত্র জীবিত সাহাবী গাছ

লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৫ জানুয়ারি, ২০১৪, ১১:০৩:৪৯ সকাল



ছবিতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন তা কোনো সাধারণ গাছ নয়। আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগের ঘটনা এটি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর বয়স যখন ১২ বছর ছিল তখন... এই গাছটি তাঁকে আল্লাহ তা'আলার ইশারায় নিরাপদ আশ্রয় দান করেছিল। আজও সেই গাছটি ...বেঁচে আছে। সুবাহানাল্লাহ। এই গাছটি "একমাত্র জীবিত সাহাবী গাছ" হিসাবে পরিচিত!! গাছটি জর্ডানের এক মরুভূমী এলাকায় অবস্থিত। আরেকটি অবাক করার মত ব্যপার হল ...গাছটির শত বর্গ কিলোমিটার এলাকায় এটি ছাড়া আর কোনো গাছ নেই।

এই গাছটির নিচে কখনো কেহ বসতে পারেনি! তখন গাছটিতে কোন পাতা ছিলনা! নবী করিম (সাঃ) ছেলেবেলায় ওঁনার চাচার সাথে জর্ডানে যান এবং পথ চলতে চলতে এই গাছটির নিচে বসেন। বসার সাথে সাথে গাছটিতে পাতা বাহির হয়। সুবাহানাল্লাহ।

দূরে জারজিস ওরফে বুহাইরা নামের একজন খৃষ্টান পণ্ডিত থাকতেন তিনি নবীজির চাচার কাছে এসে বললেন আমি এতদিন এখানে আছি কেহ এই গাছের নিচে বসতে পারেনি এবং এই গাছের কোন পাতা ছিল না।

খৃষ্টান পন্ডিত জিজ্ঞেস করলেনঃ- এই ছেলেটির নাম কি ? চাচা বললেন মোহাম্মদ! আবার জিজ্ঞস করলেনঃ- বাবার নাম কি ? আব্দুল্লাহ ! মাতার নাম ? আমিনা !

বালক মুহাম্মাদ (সা) কে দেখে, তার সাথে কথা বলে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রীর চিনতে আর বাকী রইলো না যে এই সে বহু প্রতিক্ষীত শেষ নবী, ইতিহাসের গতি পরিবর্তকারী, আরবসহ সমগ্র পৃথিবী থেকে পৌত্তলিকতার বিনাশকারী, একত্ববাদকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠাকারী।

সাথে সাথে খৃষ্টান পন্ডিত বললেন আমি পড়েছি ইনি হলেন ইসলাম ধর্মের শেষ নবী।

সুবাহানাআল্লাহ !

বিষয়: বিবিধ

৪৫৭৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167173
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
সালাহ লিখেছেন : মরা গাছে চিনতে পারলেও আজকের বেকুব চেতনাখোররা আমার কলিজার টুকরা মুহম্মদ সঃ কে চিনতে পারে নি । আমার প্রান পাখির স্মরনে কিছু দিবার জন্য ধন্যবাদ দিলাম
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৬
121196
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আমিও ধন্যবাদ দিলাম-
167186
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪০
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
167213
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৭
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর লাগলো। ধন্যবাদ।
167243
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৬
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : দারুন পোস্ট-
167311
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৬
সালাম আজাদী লিখেছেন : এই ধরণের পোস্ট না দেয়াই ভালো। আমি জর্দানে গেলে যখন ওটা দেখানো হয়, অনেক আলিমের কাছে প্রশ্ন করলে তারা বললেন, এর সত্যাসত্য তারা জানেননা। তাছাড়া সাহাবির একটা পরিচয় আছে। কোন আলিম মানুষ ছাড়া অন্য কিছুকে শাবা গন্য করেননি। তাই যদি হতো চাঁদ কে বড় সাহাবী বলতে হবে। কারন আমাদের নবীর (সা) আদেশ চাঁদ শুনে দুই টুকরাও হয়েছে।
াশা করি ব্যপারটা বুঝবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File