মৌমাছি আকারে ছোট হলেও হৃদয়ের দিক দিয়ে মহৎ!

লিখেছেন লিখেছেন েনেসাঁ ২১ জানুয়ারি, ২০১৪, ০৩:৩৪:২৮ দুপুর



একদিন বিকেলবেলা একটি পাখি একটি গাছের ডালে এসে বসল।

গাছের অন্য ডালে একটি মৌমাছির বাসাও ছিল। সেদিক থেকে একটি ছোট্ট মৌমাছি পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল।

পাখিটি মৌমাছিটিকে কাছে ডেকে বল, “কেমন আছ মৌমাছি ভাই?”

মৌমাছিটি উত্তর দিল, “ভাল। তুমি কেমন আছ?”

পাখি বলল, “ভাল। অনেক দিন ধরেই তোমাকে একটি কথা বলব বলব ভাবছি।”

মৌমাছি জিজ্ঞেস করল, “কী কথা পাখি ভাই?”

পাখিটি বল, “মধুর জন্য তুমি কত কঠোর পরিশ্রম কর, কিন্তু লোকজন তোমাকে না জানিয়েই তা নিয়ে যায়। এতে তোমার দুঃখ হয় না?”

মৌমাছিটি উত্তরে বলল, “না।”

পাখিটি অবাক হয়ে জিজ্ঞেস করল, “কেন?”

হাসিমুখেই মৌমাছি জবাব দিল, “কারণ তারা কখনই আমার মধু তৈরির শিল্পকে আমার কাছ থেকে চুরি করতে পারবে না।”

নিজের দৃষ্টিভঙ্গী সবসময় ইতিবাচক রাখুন।

ছোট্ট মৌমাছির মত হওয়ার চেষ্টা করুন, আকারে ছোট হলেও হৃদয়ের দিক দিয়ে মহৎ!

নৈতিকশিক্ষাঃ বিদ্যা-শিক্ষা কোন দিন চুরি করা যায় না।

কার্টেসিঃ শিফুন প্রধান

বিষয়: বিবিধ

১৪৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165605
২২ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৩
আলোর আভা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
165688
২২ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৯
আলোকিত ভোর লিখেছেন : ভালো লাগলো Happyধন্যবাদ Rose
166074
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৪৬
জবলুল হক লিখেছেন : গল্পের মাধ্যমে অনেক দামী একটা কথা বলেছেন। জীবন যুদ্ধে জয়ী হতে হলে আমাদের দৃষ্টিভঙ্গী ইতিবাচক হতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File