নগ্নতা ও উলঙ্গপনাই যদি উন্নত শিক্ষা ও সভ্যতার চিহ্ন হতো, তাহলে বনের পশুরাই হতো পৃথিবীর সবচেয়ে সুসভ্য ও সুশিক্ষিত।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২০ জানুয়ারি, ২০১৪, ১১:৩৯:৩৯ সকাল
ইসলামী হিজাব ও শালীন পোশাক পরিধান করার কারণে সাংবাদিকগণ তাকে গভীর বিস্ময়ে জিজ্ঞাসা করেছিলো, আপনার বেশ-ভূষা ও পোশাক- পরিচ্ছদের মধ্যে আপনার উচ্চ শিক্ষা ও জ্ঞানের গভীরতা প্রকাশ পাচ্ছেনা।
তাদের ধারণা ছিলো, হিজাব অনগ্রসরতা, মূর্খতা ও সেকেলে ধ্যান-ধারণার প্রতীক। উত্তরে তিনি বললেন, আদিম যুগে মানুষ ছিল প্রায় নগ্ন। শিক্ষা ও জ্ঞান চর্চার উন্নতির সাথে সাথে পোশাক পরিধান করে সভ্যতার উচ্চ শিখরে আরোহণ করতে থাকে। আমি যে পোশাক পরিধান করেছি, তা শিক্ষা ও চিন্তাশীলতায় উন্নতি ও সভ্যতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। নগ্নতা ও উলঙ্গপনাই যদি উন্নত শিক্ষা ও সভ্যতার চিহ্ন হতো, তাহলে বনের পশুরাই হতো পৃথিবীর সবচেয়ে সুসভ্য ও সুশিক্ষিত।..............।আমেরিকার প্রেসিডেন্ট
ওবামার উপদেষ্টা ড.ডালিয়া মুজাহিদ
বিষয়: বিবিধ
১৪৭৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাংবাদিকদের উদ্দেশ্য দেয়া উপরের উদৃতিটা নিয়ে ইদানিং একেকজন একেক ধরনের বিভিন্ন মুসলিম মহিয়ষী নারীর ছবির সাথে ক্যাপশন লিখে পোস্ট করছেন। যদ্দুর মনে পড়ে উপরের কথাগুলো বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী মিডিয়া কর্মী ইখওয়ানুল মুসলিমিনের মহিলা কর্মী তাওয়াক্কুল কারমান। ইদানিং তার এই সাড়া জাগানো উক্তিটা নিয়ে অনেকের নামের সাথে জুড়ে দেয়া হচ্ছে।
যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন।
গানটি কে গেয়েছেন?
তিনি একজন অমুসলিম হয়েও কুরআনরে প্রতি তার এত ভালবাস এবং বিশ্বাস।
যারা প্রকৃত শিক্ষিত তারা কখনো উলঙ্গ থাকে না। যার প্রমাণ দেখুন, পশ্চিমা দেশগুলিতে।
আমি স্বয়ং অনেক দেশে ভ্রমণ করেছি এবং তা দেখেছি।
মন্তব্য করতে লগইন করুন