গোপনীয়তা রক্ষায় হযরত আবু বকর (রাঃ)
লিখেছেন লিখেছেন েনেসাঁ ১৮ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৩:৪৫ বিকাল
আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার (রা)-র কন্যা হাফসা (রা) বিধবা হওয়ার পর তিনি (উমার) বলেন, আমি উসমান ইবনে আফ্ফানের সাথে সাক্ষাত করলাম। তার সাথে হাফসার বিষয়ে আলাপ-আলোচনা করলাম এবং বললাম, যদি আপনি চান তাহলে উমারের কন্যা হাফসাকে আপনার নিকট বিবাহ দিই। উসমান (রা) বলেন, আচ্ছা, আমি ভেবে দেখছি। উমার (রা) বলেন, আমি কয়েকদিন অপেক্ষা করলাম। তারপর উসমানের সাথে সাক্ষাত হলে তিনি বলেন, আমি উপলব্ধি করলাম যে, ইদানীং আমি বিবাহ করব না। উমার (রা) বলেন, আমি আবু বকর সিদ্দীক (রা)-এর সাথে সাক্ষাত করলাম। তাকে বললাম, আপনি যদি চান তাহলে উমারের কন্যা হাফসাকে আপনার সাথে বিবাহ দিই। আবু বকর নীরব রইলেন, আমাকে কোন জবাব দিলেন না। উসমানের জওয়াবের চাইতে আবু বকরের এ আচরণে আমি নিজেকে বেশি আহত বোধ করলাম। কয়েকদিন অপেক্ষা করার পর অবশেষে রাসূলুল্লাহ (সা) হাফসাকে বিবাহ করার পয়গাম পাঠান। আমি তাঁর সাথেই হাফসার বিয়ে সম্পন্ন করলাম। এরপর আবু বকর (রা) আমার সাথে সাক্ষাতকালে বলেন, সম্ভবত সেদিন আমার তরফ থেকে আপনি ব্যথা পেয়েছেন, সেদিন আপনি হাফসাকে বিয়ে করার জন্য আমার কাছে প্রস্তাব পেশ করেছিলেন, আমি তার কোন জবাব দিইনি। আমি বললাম, হ্যাঁ। আবু বকর (রা) বলেন, আপনি হাফসাকে আমার জন্য পেশ করার পর তার জবাব দেয়ার পথে একমাত্র প্রতিবন্ধক এটাই ছিল যে, নবী (সা) তাঁর বিষয়ে আলোচনা করেছিলেন এবং তা আমার জানা ছিল। আমি রাসূলুল্লাহ (সা)-এর এ গোপন বিয়ষটি প্রকাশ করতে চাচ্ছিলাম না। অবশ্য নবী (সা) যদি তাঁকে গ্রহণ না করতেন, তাহলে অবশ্যই আমি তাঁকে কবুল করতাম।
[গোপনীয়তা রক্ষার বর্ণনা অধ্যায় ::
রিয়াযুস স্বা-লিহীন :: বই ২ :: হাদিস ৬৮৬]
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন