আমি মেয়েদের দিকে না তাকিয়ে পারি না। না তাকানোর কোন উপায় কারও জানা আছে কি ?
লিখেছেন লিখেছেন েনেসাঁ ১২ জানুয়ারি, ২০১৪, ০৩:২১:১৫ দুপুর
একদিন এক যুবক একজন আলেমের কাছে এসে বললঃ "হুযুর, আমি একজন তরুণ যুবক । কিন্তু সমস্যা হল, আমার মাঝে মাঝে প্রবল খায়েশ কাজ করে । আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, তখন আমি মেয়েদের দিকে না তাকিয়ে পারি না । আমি এখন কি করতে পারি ?"
তখন ঐ আলেম কিছুক্ষন চিন্তা করলেন । চিন্তা করার পর তাকে একটা দুধ ভর্তি গ্লাস দিলেন । গ্লাস পুরোটায় দুধে কানায় কানায় পরিপুর্ণ ছিল ।
অতঃপর ঐ আলেম তাকে বললেনঃ "আমি তোমাকে বাজারের
একটি ঠিকানা দিচ্ছি, তুমি এই দুধটুকু সোজা সেখানে পৌছিয়ে দিয়ে আসবে । ঐ আলেম তাকে আরও নির্দেশ দিলেন যে, গ্লাস থেকে এক
ফোঁটা দুধও যাতে না পরে । অতঃপর ঐ আলেম, উনার এক ছাত্রকে ঐ যুবকের সহযোগী করে আদেশ দিলেনঃ "তুমি এই যুবকের সাথে বাজারে যাও এবং সে যদি যাওয়ার সময় এই গ্লাস থেকে এক ফোঁটা দুধও ফেলে দেয়, তাহলে তুমি তাকে চরমভাবে পিটাতে থাকবে ।
ঐ যুবকটি সহজেই দুধটুকু বাজারে পৌছিয়ে দিল এবং এই সংবাদ হুযুরকে জানানোর জন্য দৌড়ে ছুটে আসল ।
হুযুর জিজ্ঞাসা করলেনঃ "তুমি যাওয়ার সময় কয়টি মেয়ের চেহারা দেখেছ?"
যুবকটি সবিস্ময়ে বললঃ "হুযুর, আমি তো বুঝতেই পারি নি আমার
চারপাশে কি চলছিল । আমি তো এই ভয়েই তটস্থ ছিলাম যে,
আমি যদি দুধ ফেলে দিই তবে রাস্তায় সমবেত সকল মানুষের সামনে আমাকে মারা হবে ।
হুযুর হাসলেন এবং বললেনঃ "মুমিনরা ঠিক এভাবেই আল্লাহকে ভয় করে । এবং মুমিনরা সবসময় চিন্তা করে, যদি সে আল্লাহর উপর বিশ্বাস ঐ দুধের ন্যায় ছিটকে ফেলে তবে তিনি সুবহানাহু ওয়া তায়ালা কিয়ামত দিবসে সমগ্র সৃষ্টিজগতের সামনে তাকে অপমানিত করবেন । এভাবে সর্বদাই বিচার দিবসের চিন্তা, মুমিনদের গুনাহ হওয়া থেকে বাঁচিয়ে রাখে ।"
বিষয়: বিবিধ
২০২৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7218
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
সুরা ৩৩:৫২- "এরপর আপনার জন্যে কোন নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের রূপলাবণ্য আপনাকে মুগ্ধ করে, তবে দাসীর ব্যাপার ভিন্ন। আল্লাহ সর্ব বিষয়ের উপর সজাগ নজর রাখেন।"
আরে জ্ঞানপাপী ! কোরআনে পরনারীর প্রতি কু নজর দেয়াকে উৎসাহিত করেছে এই গাঁজাখুরি কথাতো শয়তানও বিশ্বাস করবে না।আবার এটা প্রমানের জন্য আন্দাযে আগে পিছে কিছু উল্লেখ না করে একটা আয়াতের তরজমা উঠিয়ে দিলেই হলো !
আরে গাধা ! এই আয়াতে আল্লাহ পাক তার রাসূল সা. কে বর্তমান স্ত্রীদের অতিরিক্ত আর কাউকে বিবাহ না করার নির্দেশ দিয়েছেন।
রেফারেন্সঃতাফসীরে রুহুল মা'আনী,বায়হাকী,
তাফসীরে তাওযীহুল কুরআনঃসূরা আহযাবঃআয়াত নং ৫২
অতএব অযথা বিভ্রান্তি ছড়াস ক্যান ? নাকি ইসলামের শুনলে চুলকানি ওঠে।
মন্তব্য করতে লগইন করুন