ক্রিকেটে ম্যাচ পাতানোর দায়ে মোহাম্মাদ আশরাফুলের সাজা হলে, নির্বাচন পাতানোর জন্য দায়ীদের কি সাজা হওয়ার দরকার ?
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৮ জানুয়ারি, ২০১৪, ০১:১২:০৯ দুপুর
ক্রিকেটে ম্যাচ পাতানোর দায়ে মোহাম্মাদ আশরাফুলের সাজা হলো সে জাতীয় ও আর্ন্তজাতিক সকল খেলা থেকে বিরত থাকবে। যদিও এই আশরাফুলই বাংলাদেশের ক্রিকেটে ফুল হয়ে ফুটে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক ম্যাচে টেষ্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে টেষ্ট সেঞ্চুরী করে বিশ্ব রেকর্ড গড়ে ছিল। তার অপরাধ ছিল স্পট ফিক্সিং এর সাথে সে জড়িত ছিল, যদিও সে তা অকপটে স্বীকার করেছিল।তাই তার সাজা।
সাজার কারণ ম্যাচ পাতনো। তাহলে আমরা বিবেকবান সকল মানুষই স্বীকার করে বলবো ম্যাচ পাতানোটা একটা অপরাধ। অনুরূপ ভাবে আমরা বলতে পারি,বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনে ভোট প্রয়োগ করা সকল নাগরিকের মৌলিক অধিকার। যারা পাতানো নির্বাচন আয়োজন করে লক্ষ কোটি ভোটের অধিকার ছিনিয়ে নিল তাদের কি কোন সাজা হওয়া উচিৎ নয় ? বিবেকবান সকল মানুষের কাছে আমার প্রশ্ন থাকলো।
আর হ্যাঁ, পাতানো ম্যাচ খেলার জন্য শুধু মোহাম্মাদ আশরাফুলের বিচার হয়েছে কিন্তু বিসিবির নয়। তাই পাতানো নির্বাচনের জন্য সমগ্র বাংলাদেশকে কেন আজ সাজা পেতে হবে ? সাজা তো হবে তাদের যারা পাতানো নির্বাচনের সাথে জড়িত।
ভারত, আমেরিকাসহ সকল আর্ন্তজাতিক সম্প্রদায়ের এই দিকগুলো বিবেচনা করা উচিৎ।
বিষয়: বিবিধ
১৬১৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বর্তমান দুনিয়াতে অন্যায় করে অন্যায় স্বীকার করে কেউ !
তাকে তো ট্রেস করা হয়েছিল , শ্রীকান্ত - চাভানদের সূত্র ধরে । ওরা তো এটা অস্বীকারই করেছে এবং ওদের পক্ষে উকিলও এসেছে ।
একটি দল না আসলে উপস্থিত দল ওয়াক ওভারই পায় । এতে রেফারীর দোষ কি বা আয়োজকেরই বা দোষ কি ?
প্লেয়ার জোগাড় করতে না পারলে বা ঠিক মত অনুশীলন না করতে পারলে বা খূবই শক্তিশালী প্রতিপক্ষ হলে ওয়াক ওভারের ঘটনা ঘটে ।
আগে থেকেই যদি খেলা পাতানো হবে বলে ঘোষনা হয়ে থাকে তাহলে দর্শকরা মাঠে এলো কেন ?
নাই নাই করতে করতে কিন্তু ৪০% ভোট পড়েছে এই হাঁড় কাঁপানো শীতেও আর ১৮ দলের ব্যাপক হাঙ্গামা সত্ত্বেও ।
মন্তব্য করতে লগইন করুন