অভ্যস্ত মাদকসেবী জান্নাতে প্রবেশ করবে না।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০২ জানুয়ারি, ২০১৪, ০২:৩৮:০৪ দুপুর
আপনারা জেনে রাখুন মদ্য পান অথবা যে কোন নেশাকর দ্রব্য গ্রহণ তথা সেবন [চাই তা খেয়ে কিংবা পান করেই হোক অথবা ঘ্রাণ নেয়া কিংবা ইনজেকশন গ্রহনের মাধ্যমেই হোক] একটি মারাত্মক কবীরা গুনাহ।
► মহান আল্লাহ্ বলেন, হে ঈমানদারগণ ! নিশ্চয়ই মদ [নেশাকর দ্রব্য], জুয়া, মূর্তি ও লটারীর তীর এ সব নাপাক ও গর্হিত বিষয়। শয়তানের কাজও বটে। সুতরাং এগুলো থেকে তোমরা সম্পূর্ণ দূরে থাকো। তা হলেই তো তোমরা সফলকাম হতে পারবে। আল মা'য়িদাহ, আয়াত ৯০
► রসূল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সল্লাম) বলেছেনঃ অভ্যস্ত মাদকসেবী মূর্তিপূজক সমতুল্য। সুনান ইবনু মাজাহ, হাদীস ৩৪৩৮
► আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা) বলেনঃ যখন মদ্যপান হারাম করে দেয়া হলো তখন সাহাবারা একে অপরের নিকট গিয়ে বলতে লাগলোঃ মদ হারাম করে দেয়া হয়েছে এবং উহাকে শিরকের পাশাপাশি অবস্থানে রাখা হয়েছে। হাকিম, খন্ড ৪, হাদীস ৭২২৭
► রসূল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সল্লাম) বলেছেনঃ প্রত্যেক নেশাকর বস্তুই মদ বা মদ জাতীয়। আর প্রত্যেক নেশাকর বস্তুই তো হারাম। অন্য বর্ণনায় এসেছে, প্রত্যেক মদ জাতীয় বস্তুই হারাম। সহীহ মুসলিম, হাদীস ২০০৩
► রসূল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সল্লাম) বলেছেনঃ মদপানকারী যখন মদপান করে তখন সে ঈমানদার থাকে না। সহীহ আল-বুখারী, হাদীস ২৪৭৫
► রসূল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সল্লাম) বলেছেনঃ অভ্যস্ত মাদকসেবী জান্নাতে প্রবেশ করবে না। সুনান ইবনু মাজাহ, হাদীস ৩৪৩৯
► রসূল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সল্লাম) বলেছেনঃ যখন আমার উম্মাত পাঁচটি বস্তুকে হালাল মনে করবে তখন তাদের ধ্বংস একেবারেই অনিবার্য। আর তা হচ্ছে, একে অপরকে যখন প্রকাশ্যে লা'নত করবে, মদ পান করবে, পুরুষ হয়ে সিল্কের কাপড় পরিধান করবে, গায়িকাদের সাদরে গ্রহন করেব, [যৌন ব্যাপারে] পুরুষ পুরুষের জন্য যথেষ্ট এবং মহিলা মহিলাদের জন্য যথেষ্ট হবে। সহীহুত তারগীবি ওয়াত তারহীবি, হাদীস ২৩৮৬ রসূল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সল্লাম) যে সকল অনুষ্ঠানে মদ পান করা হয় সে সকল অনুষ্ঠানে যেতেও নিষেধ করা হয়েছে।
► রসূল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্ তা'আলা ও পরকালে বিশ্বাসী সে যেন মদ পান না করে এবং যে মজলিসে মদ পান করা হয় সেখানেও যেন সে না বসে। মুসনাদে আহমাদ, হাদীস ১৪৬৯২
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন