আজ ১লা জানুয়ারী'১৪, রোজ বুধবার, হিজরী সন সফর মাসের শেষ বুধবার । এদিনটি 'আখেরী ছাহার সম্বাহ' নামে পরিচিত ।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০১ জানুয়ারি, ২০১৪, ১২:১২:১১ দুপুর
আজ ১লা জানুয়ারী'১৪, রোজ বুধবার, হিজরী সন সফর মাসের শেষ বুধবার । এদিনটি 'আখেরী ছাহার সম্বাহ' নামে পরিচিত । বাংলাদেশসহ সারা মুসলিম বিশ্বে এদিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালিত হয়ে থাকে ।
# ছাহার সম্বাহ কিঃ রাসূলে পাকের প্রতি ইহুদীগণ যাদু করেছিল এবং বাহ্যিক প্রভাব তাঁর দেহ মুবারকের বহির্ভাগে ক্রিয়াশীল হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন । অতপর হযরত জিবরাঈল আঃ আল্লাহর হুকুমে তাঁর হাবীবকে অভিহিত করেন । অতপর যাদুর প্রভাব নষ্ট করার পর হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবার সুস্থতা বোধ করেন এবং গোসল করেন । এটাকেই ছাহার সম্বাহ বলে ।
# কিভাবে পালন করবেনঃ নিজ নিজ এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন বা মাদ্রাসায় পড়ুয়া কারো কাছ থেকে 'আয়াতে সালাম' দোআটি কাগজে কিংবা কলা পাতায় লিখে তা পানীয় জলে রাখবেন ।গোছলের জন্য আরো একটি দোআ ও নক্সা একই কাগজে বা কলা পাতায় লিখে তা পানি ভর্তি বালতি বা চৌবাচ্চায় রাখবেন । গোসল করার পর দোআ ও নক্সা একত্রে লেখা পাত্রের পানি নিয়ে কোমর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে মাথার উপর ঢালবেন । আল্লাহর ফজলে রোগ বালাই থেকে নিরাপদ থাকবেন । তারপর 'আয়াতে সালাম' লেখা পাত্রের পানি পান করবেন ।
সূর্যোদয়ের পূর্বে এই গোছল করা উত্তম ।
বিষয়: বিবিধ
২৩৮৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাকি মন মত কথা?
মন্তব্য করতে লগইন করুন