আজ ১লা জানুয়ারী'১৪, রোজ বুধবার, হিজরী সন সফর মাসের শেষ বুধবার । এদিনটি 'আখেরী ছাহার সম্বাহ' নামে পরিচিত ।

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০১ জানুয়ারি, ২০১৪, ১২:১২:১১ দুপুর



আজ ১লা জানুয়ারী'১৪, রোজ বুধবার, হিজরী সন সফর মাসের শেষ বুধবার । এদিনটি 'আখেরী ছাহার সম্বাহ' নামে পরিচিত । বাংলাদেশসহ সারা মুসলিম বিশ্বে এদিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালিত হয়ে থাকে ।

# ছাহার সম্বাহ কিঃ রাসূলে পাকের প্রতি ইহুদীগণ যাদু করেছিল এবং বাহ্যিক প্রভাব তাঁর দেহ মুবারকের বহির্ভাগে ক্রিয়াশীল হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন । অতপর হযরত জিবরাঈল আঃ আল্লাহর হুকুমে তাঁর হাবীবকে অভিহিত করেন । অতপর যাদুর প্রভাব নষ্ট করার পর হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবার সুস্থতা বোধ করেন এবং গোসল করেন । এটাকেই ছাহার সম্বাহ বলে ।

# কিভাবে পালন করবেনঃ নিজ নিজ এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন বা মাদ্রাসায় পড়ুয়া কারো কাছ থেকে 'আয়াতে সালাম' দোআটি কাগজে কিংবা কলা পাতায় লিখে তা পানীয় জলে রাখবেন ।গোছলের জন্য আরো একটি দোআ ও নক্সা একই কাগজে বা কলা পাতায় লিখে তা পানি ভর্তি বালতি বা চৌবাচ্চায় রাখবেন । গোসল করার পর দোআ ও নক্সা একত্রে লেখা পাত্রের পানি নিয়ে কোমর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে মাথার উপর ঢালবেন । আল্লাহর ফজলে রোগ বালাই থেকে নিরাপদ থাকবেন । তারপর 'আয়াতে সালাম' লেখা পাত্রের পানি পান করবেন ।

সূর্যোদয়ের পূর্বে এই গোছল করা উত্তম ।

বিষয়: বিবিধ

২৩৮৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

157931
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৮
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
157935
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৫
Hossain Al Irfan লিখেছেন : অনেক ধন্যবাদ
158017
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০১
বেদনা মধুর লিখেছেন : এগুলো কি হাদিসের কথা?
নাকি মন মত কথা?
158023
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : 'আখেরী ছাহার সম্বাহ' বিষয়টি শুনতে আমার নিকট খুব ভালো ঠেকে না। আল্লাহর ইচ্ছায় ওই দিন প্রিয় নবী (সাHappyরোগমুক্ত হয়েছিলেন, আলহামদু লিল্লাহ্‌। এজন্য এটাকে ইবাদাতের দিন বানাতে হবে? যদি বানাতেই হতো তাহলে এর নামটা অন্তত ফার্সী না হয়ে আরবীতেই হতো। এখান থেকে প্রমাণ করা যায় যে, ইরানীরা অন্যান্য বিদ’আতের মতো এটিকেও ইবাদাত বানিয়েছেন। কলা পাতায় বা কাগজে দোয়া লিখে পানিতে চুবিয়ে গোসল করা? এটাও আল্লাহর রাসূলের (সাHappy সাহাবায়ে কেরামগণ করেছেন মনে হয় না। ধন্যবাদ।
158033
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৫
মুক্তির মিছিল লিখেছেন : লোকমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজে স্বাক্ষী যে, শিয়া সম্প্রদায় এই দিনটি একটি বিশেষ ইবাদতের দিন বানিয়ে ওয়াজ নছিয়ত করতেছে। কোন সুন্নী মুসলমানকে এভাবে দিনটিকে বিশেষ দিন বানাতে দেখছি না। বোন রেনেসা এর কথাগুলো সহিহ হাদিস দ্বারা সমর্থিত কিনা জানি না। যদি সহিহ হাদিস দ্বারা সমর্থিত হত, তাহলে সব শিক্ষিত আলেমরা এটা মসজিদে ঘোষনা দিয়েই পালন করতেন, এবং সাধারন ইসলামী শিক্ষা বইতেও এটা থাকত, যেমন আছে অন্যান্য এবাদতের কথা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File