একজন হিজাবী মেয়ের সরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে না পারার নেপথ্য কাহিনী
লিখেছেন লিখেছেন েনেসাঁ ৩১ ডিসেম্বর, ২০১৩, ০৩:৪৩:১৫ দুপুর
[ছাত্রীটি ক্লাশে সবার সেরা।অনার্স -মাস্টার্সের ফলাফল ঈর্ষণীয়। মাস্টার্সে সিজিপিএ ৪.০ (চার এর মধ্যে চার) বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বিতার্কিক। কিন্তু পিতা একজন ইসলামী চিন্তাবিদ। মেয়ে ইসলামী নিয়ম-নীতির একনিষ্ঠ অনুসারী। পোষাক-আশাকে পর্দা মেনে চলে। আর এই অপরাধেই সে হতে পারেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। নেপথ্যের এই কাহিনী সিরাজুম মুনীরা নামের ভুক্তভোগী তার নিজের ভাষায় জানাচ্ছেন সকলকে।]Click this link
বিষয়: বিবিধ
১৯৫৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"একজন হিজাবী মেয়ের সরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে না পারা", এ ধরনের ঘটনা আমাদের এই সমাজে মোটেও নতুন নয়। সম্রাট আকবরের সময় থেকেই চলে আসছে, ব্রিটিষ আমলে এর তীব্রতা ছিলো, প্রতিবেশী ভারতেও এরকম উদাহরণ আছে ঝুড়ি-ঝুড়ি।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
তবে-
আল্লাহতায়ালা যে ফায়সালা করেন সেটাই সর্বোত্তম!!
এ বিশ্বাস থেকে একচুলও নড়বেন না যেন!!
দুনিয়া ও আখেরাতের কল্যান নিশ্চিত!!
দোয়া করি...
এটাই তথাকথিত ধর্মনিরপেক্ষতা যা নারির প্রতিভাকে নয় বরং রুপ কেই গুরুত্ব দেয়।
মন্তব্য করতে লগইন করুন