মোচ ও নখ কাটতে, - বগলের নিচের লোম তুলে ফেলতে ও - নাভির নিচের লোম পরিষ্কার করতে ৪০ দিন অতিক্রম না করি।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৮ ডিসেম্বর, ২০১৩, ০৬:১৮:২৯ সন্ধ্যা
আনাস রা. হতে বর্ণিত। তিনি বলেন: وُقِّتَ لنا في قصِّ الشاربِ، وتقليمِ الأظفارِ، ونتفِ الإبطِ، وحلقِ العانةِ، أن لا نتركَ أكثرَ من أربعينَ ليلةً . “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন, আমরা যেন - মোচ ও নখ কাটতে, - বগলের নিচের লোম তুলে ফেলতে ও - নাভির নিচের লোম পরিষ্কার করতে ৪০ দিন অতিক্রম না করি।” (সহীহ মুসলিম/২৫৮) প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম মানুষকে সভ্য হতে শেখায়। পরিষ্কার-পরিচ্ছন্ন জীবন গঠনে উৎসাহিত করে। পুরুষ ও নারী উভয়েই ইসলামের বিধি-বিধানগুলো বাস্তবায়নের জন্য নির্দেশিত। আসুন, আমরা ইসলামের নির্দেশগুলো মেনে সুস্থ, পরিচ্ছন্ন ও সভ্য জীবন-যাপনে অভ্যস্ত হই। আল্লাহ আমাদেরকে তাওফীক দাতা।
বিষয়: বিবিধ
৫২২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন