গুনাহর অনুষ্ঠান থেকে সাবধান!

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৫ ডিসেম্বর, ২০১৩, ০৬:১৩:০২ সন্ধ্যা



আমাদের সমাজে এমন অনেক কুপ্রথা প্রচলিত আছে, যেগুলোর উপকারীতা ও অবৈধতা সম্পর্কে সংশ্লিষ্ট সবাই নিশ্চিত হওয়া সত্ত্বেও তা বন্ধ করা বা তা থেকে বিরত থাকার কোন কার্যকর প্রয়াস লক্ষ করা যায় না। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গান-বাদ্য করা এবং বিয়ের অনুষ্ঠানে নৃত্য-গীতের আসর করা প্রভৃতি এমনি ধরণের রেওয়াজ।

এ সকল অবাঞ্ছিত রীতি সমাজ দেহের যেসব অপকার সাধন করে, সেসবের প্রতি লক্ষ্য করলে সর্বপ্রথমই যে বিষয়টির প্রতি নজর পড়ে, তা হচ্ছে-যিনা-ব্যভিচারের ব্যাপক প্রসার। এভাবে গান-বাজনার সাংস্কৃতিক অনুষ্ঠানে অথবা নৃত্যকলা কিংবা অভিনয় অনুষ্ঠানে যে সকল হারাম গুনাহর অবতারণা হয়, তা হচ্ছে-

পুরুষরা পরনারীর প্রতি দৃষ্টিপাত করে চোখের যিনা করে, কণ্ঠস্বর শ্রবণ করে কানের যিনা, তাদের সাথে কথা বলে কণ্ঠ,মুখ ও জিহ্বার যিনা করে, তাদের প্রতি অন্তরে আকর্ষণ অনুভব করে মনের যিনা, লজ্জাহীন নারীর শরীরে হাত বা শরীর স্পর্শ করে হাত ও শরীরের যিনা।

নাচ-গানের অনুষ্ঠানে উপরোক্ত গুনাহসমূহ প্রকাশ্যভাবে সংঘটিত হয়ে থাকে। যা গোপনে করার চাইতে প্রকাশ্যভাবে করা অধিক মারাত্মক ইত্যাদি।

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File