জাকার্তায় তৃতীয় আন্তর্জাতিক মিডিয়া সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন,“গণমাধ্যমে সমন্বিতভাবে ইসলামকে তুলে ধরতে হবে।”
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৪ ডিসেম্বর, ২০১৩, ০৪:৫৭:৩৫ বিকাল
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিন দিনব্যাপী অনুষ্ঠানরত তৃতীয় আন্তর্জাতিক ইসলামি মিডিয়া সম্মেলনের উদ্বোধনকালে মুসলিম দেশগুলোর গণমাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ইসলাম এবং মুসলিম দেশগুলোর ইতিবাচক ভাবমর্যাদা তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার জাকার্তার সাংগ্রিলা হোটেলে এই আন্তর্জাতিক গণমাধ্যম সম্মেলনের উদ্বোধন করা হয়। ইন্দোনেশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী সুরায়াধর্মা আলী ও মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল ড. আবদুল্লাহ ইবনে আবদুল মহসিন আল তুর্কি এই সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আইআইওওএমের সেক্রেটারি জেনারেল ড. হাসান আল আহদালও বক্তব্য রাখেন। এতে বিভিন্ন মুসলিম দেশের সরকার ও মিডিয়ার চার শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ইউনিভার্সিটি জাকার্তার সহযোগিতায় মুসলিম ওয়ার্ল্ড লিগের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ইসলামিক অর্গানাইজেশন অব মিডিয়া (আইআইওওএম) এই আন্তর্জাতিক গণমাধ্যম সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনের উদ্বোধনের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশীয় ধর্মমন্ত্রী, মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল ও ইসলামিক মিডিয়া অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ইন্দোনেশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী সুরায়াধর্মা আলী বিশ্বব্যাপী চলমান ঘটনাপ্রবাহ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের একতরফা প্রচারণার কথা উল্লেখ করে বলেন, মুসলিম দেশগুলোর উন্নয়ন ও অন্যান্য ইতিবাচক দিকগুলো এসব মিডিয়ায় স্থান পায় না। তারা ইসলামিক দেশগুলোর নেতিবাচক দিক এমনভাবে প্রচার করে যাতে জনগণের মধ্যে ইসলামের ব্যাপারে বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়। তিনি ইসলাম এবং মুসলিম দেশগুলোকে খণ্ডিতভাবে তুলে না ধরে সামগ্রিকভাবে উপস্থাপনের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
ড. আবদুল্লাহ ইবনে আব্দুল মহসিন আল তুর্কি বলেন, ইসলাম এবং মুসলিম সমাজের উদার ও মধ্যপন্থার যে মূল্যবোধ রয়েছে তা তুুলে ধরে মুসলিম-অমুসলিম নির্বিশেষে সবার সামনে ইসলামের সঠিক ধারণা উপস্থাপন করতে হবে। একই সাথে ইসলামের ইস্যুগুলোতে আন্তর্জাতিক জনমতকে পক্ষে নিয়ে আসার জন্য ইসলামিক গণমাধ্যমগুলোকে সমন্বিতভাবে চেষ্টা করতে হবে।
তিনি বলেন, কিছু লোকের ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাসের সাথে যুক্ত হওয়ার বিষয়টিকে উদ্দেশ্যমূলকভাবে ব্যাপক প্রচার করে এটিকে ইসলামের পরিচয় হিসেবে তুলে ধরা হচ্ছে। ইসলামের শান্তিপূর্ণ সঠিক রূপ তুলে ধরে এই ভুল ধারণাটিকে দূর করতে হবে। ইসলামের আহ্বান জানাতে হবে ইতিবাচক ও শান্তিপূর্ণ পদ্ধতিতে, জবরদস্তি বা সহিংস উপায়ে নয়।
ড. হাসান আহদাল বলেন, মুসলিম দেশগুলোর গণমাধ্যমকে সাধারণ লক্ষ্য অর্জনের জন্য একটি নেটওয়ার্কে সমন্বিত করতে পারলে এসব দেশের পক্ষে সমৃদ্ধির লক্ষ্যে পৌঁছানো সহজ হবে।
আন্তর্জাতিক গণমাধ্যম সম্মেলনের আয়োজনের ব্যাপারে জানানো হয়, মুসলিম দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের বার্তা এবং বিশ্ব সমস্যা সমাধানে এর সামর্থ্যরে বিষয়টি তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা, ন্যায়বিচার, নিরাপত্তা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইসলামের ধারণাকে প্রচার ও গ্রহণযোগ্য করে তোলার জন্য প্রচেষ্টা জোরদার করা হবে। এ ছাড়া সম্মেলনে সাধারণ অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন ইস্যুর সমাধানের জন্য যাতে কাজ করতে পারে তার জন্য ইসলামি গণমাধ্যমের একটি নিজস্ব প্রক্রিয়া উদ্ভাবনের জন্য চেষ্টা করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আবদুল্লাহ আল তুর্কি জানান, মুসলিম ওয়ার্ল্ড লিগ নিজস্ব মিডিয়া প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম দেশগুলোর গণমাধ্যমকে শক্তিশালী এবং তাদের লক্ষ্য অর্জনে সামর্থ্যবান করে তুলতে সব ধরনের সহযোগিতা দেবে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, সততা, মহানুভবতা, সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার ব্যাপারে ইসলামের যে মূল্যবোধ রয়েছে তা গণমাধ্যমে তুলে ধরতে হবে। অন্য দিকে মানবসমাজের জন্য ক্ষতিকর উগ্রপন্থা, নীতিহীন অহংবোধ, সহিংসতা ও বস্তুকেন্দ্রিকতা থেকে দূরে থাকা যে ইসলামের শিক্ষা তা তুলে ধরতে হবে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই নয় একই সাথে অমুসলিম দেশেও ইসলামের শিক্ষার প্রচার প্রসারের জন্য গণমাধ্যম নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হবে। এ ক্ষেত্রে ইসলামি গণমাধ্যমগুলোর দক্ষতা ও উৎপাদনশীলতার উন্নয়নে সহায়তা করা হবে।
অন্য এক প্রশ্নের জবাবে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের যেসব মিডিয়া রয়েছে সেগুলোকে সাধারণ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিকমানের মিডিয়ায় পরিণত করার জন্য সহযোগিতা করা হবে বলেও উল্লেøখ করা হয়। এ ছাড়া বিদ্যমান আন্তর্জাতিক পরিবেশে বৈরী প্রোপাগাণ্ডা প্রতিহত করতে ইসলাম সম্পর্কে ভ্রান্তি নিরসনের চেষ্টার পাশাপাশি সংস্কৃতি ও মিডিয়াকর্মীদের মধ্যে সংলাপ ও মতবিনিময়ের ওপর গুরুত্ব দেয়া হয়।
সম্মেলনের প্রথম দিনের কর্ম অধিবেশনে বিশ্ব গণমাধ্যম ও মূল্যবোধ ও নীতিগত দিকের ওপর আলোচনা করেন ব্রুনাই দারুস সালামের ধর্মবিষয়ক মন্ত্রী মোহাম্মদ আবদুর রহমান। এই অধিবেশনের বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন আইআইওওএমের সেক্রেটারি জেনারেল ড. হাসান আল আহদাল, নিউজিল্যান্ডের ক্যান্টাবারি ইউনিভার্সিটির মিডিয়া বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুসা, মিসরের কায়রো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইসাম আবদুস সাফি, সংযুক্ত আরব আমিরাতের সারজা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খায়রাত আওয়াদ, মরক্কোর আবদুল হক আজাওজি ও রিয়াদের বাদশাহ সউদ বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আল খারান।
উল্লেখ্য, ৩০ বছর আগে জাকার্তায় প্রথম আন্তর্জাতিক ইসলামি মিডিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হয় ২০১১ সালে জাকার্তায়।
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন