গৌতমবুদ্ধের জন্ম তারিখ নিয়ে বিতর্কের অবসান!
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৯ নভেম্বর, ২০১৩, ১২:৫৬:৫৫ রাত
খুঁজে পাওয়া গেছে গৌতমবুদ্ধের স্মৃতি চিহ্ন। গৌতমবুদ্ধের জনৰস্থান নেপালের লুম্বিনিতে। তার জন্মস্থানের মাটি খুঁড়ে প্রাচীনতম বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। এই আবিষ্কোরের ফলে বুদ্ধের জন্ম তারিখ নিয়ে নানা বিতের্কের অবসান হতে পারে বলে মনে করেন প্রত্নতত্ত্ববিদেরা। কাঠের এই অবকাঠামোটি খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে মায়াদেবী মন্দিরের সঙ্গে মাটিতে চাপা পড়েছিল। বুদ্ধের জন্ম নিয়ে যেসব কাহিনী আছে তার সম্পর্ক যুক্ত নানা উপাদান এই ধ্বংসাবশেষে আছে বলেও মনে করছেন উদ্ধারকারীরা। মন্দিরের ভেতরে একটি গাছ ছিল বলে মনে হয়েছে। বুদ্ধের মা যখন বুদ্ধকে জন্ম দেন, তখন তিনি একটি গাছের ডাল ধরে রেখেছিলেন।
লুম্বিনি হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান। তিনিই পরে বুদ্ধ হন। প্রতিবছর হাজার হাজার বৌদ্ধ তীর্থযাত্রী লুম্বিনিতে যান। বুদ্ধের জীবন ও শিক্ষা নিয়ে অনেক বই থাকলেও তাঁর জীবনকাল নিয়ে আজও ধোঁয়াশা রয়ে গেছে। অনেকে মনে করেন, তাঁর জন্ম খ্রিষ্টপূর্ব ৬২৩ সাল পর্যন্ত কোনো সময় হতে পারে। তবে অনেক পণ্ডিত খ্রিষ্টপূর্ব ৩৯০ থেকে ৩৪০ সালকে বেশি গ্রহণযোগ্য বলে করে থাকেন।
এখন পর্যন্ত লুম্বিনিতে সবচেয়ে পুরোনো যে বৌদ্ধ অবকাঠামো পাওয়া গেছে, তা খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকের আগের নয়। সময়টা ছিল সম্রাট অশোকের শাসনামল। আন্তর্জাতিক একটি প্রত্নতাত্ত্বিক দল লুম্বিনিতে মন্দিরের একেবারে কেন্দ্রস্থলে খননকাজ চালায়। দলটির সহপ্রধান যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবিন কানিংহাম বলেন, ‘এই প্রথম আমরা লুম্বিনিতে এমন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেয়েছি, যেখানে খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকের একটি অবকাঠামো রয়েছে। বিশ্বে বুদ্ধের এটাই সবচেয়ে প্রাচীন নিদর্শন।’ বিবিসি।
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন