অবশেষে পিছু হটলো অ্যাঙ্গোলা
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৮ নভেম্বর, ২০১৩, ০২:২৯:৫৭ দুপুর
❑ অবশেষে পিছু হটলো অ্যাঙ্গোলা। বিশ্বব্যাপী প্রতিবাদ আর প্রতিরোধের ঘোষণায় ইসলামের উপর জারি করা নিষেধাজ্ঞা শীথিল করেছে সে দেশের সংশ্লিষ্টরা। পুরোপুরি প্রত্যাহার করা হবে এ নিষেধাজ্ঞা। এরই মধ্যে সেখানকার মুসলিমরা জানিয়েছে, তারা এখন ভালো আছেন। সেখানকার সংখ্যালঘু মুসলিমরা এখন লুয়ান্ডার কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়া শুরু করেছে। সেখান থেকে তুলে নেয়া হয়েছে নিরাপত্তা প্রহরা।
উল্লেখ্য, অ্যাঙ্গোলার সংস্কৃতি মন্ত্রণালয় ইসলামকে সেদেশের ধর্ম থেকে নিষিদ্ধ করে দেয়। সেখানে ইসলামকে একটি আচার হিসেবে পালনের সুযোগ দেয়ার ঘোষণা দেয়া হয়। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে যায় বিশ্বব্যাপি ব্যাপক আন্দোলন আর ক্ষোভ। আসে প্রতিরোধের হুমকিও। উল্লেখ্য, এ নিয়ে খবর প্রকাশের একদিন পর বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স নামে একটি হ্যাকার্স গ্রুপ অ্যাঙ্গোলার কয়েকটি ওয়েবসাইট হ্যাক করে।
এতে বিচলিত হয়ে উঠে অ্যাঙ্গোলা প্রশাসন। তারা তাৎক্ষনিক এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। সেখানকার মুসলিমরা বিভিন্ন গণমাধ্যমকে এখন তাদের সুখে থাকার কথা জানিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে নির্যাতনের ভয়ে তারা মুখ খুলছেন না।
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন