ইহুদী তার প্রশ্নের জবাব পেয়ে আল্লাহর হুকুমে মুসলমান হয়ে যায়।

লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৫ নভেম্বর, ২০১৩, ০১:০৪:১৭ রাত



হযরত হাতিম আসাম্ম (রহ) একবার বাগদাদ শহরে প্রবেশ করেন। তাকে বলা হলো, এখানে এক ইহুদি আছে, সে যুক্তি তর্কে আলেমদের উপর প্রাধান্য লাভ করেছে। তিনি বললেন, আমি তার সাথে কথা বলবো। অতঃপর ইহুদি উপস্থিত হলো।

সে হাতিম(রহ) কে পাঁচটি প্রশ্ন করলো-

১)আল্লাহ কোন বিষয় সম্পর্কে অবগত নন?

২) কোন জিনিস আল্লাহর নিকট পাওয়া যায় না?

৩)কোন জিনিস আল্লাহর ভাণ্ডারে নেই?

৪)কোন জিনিস আল্লাহ বান্দার নিকট চান?

৫)কোন জিনিস আল্লহ কারো কারো জন্য পছন্দ করেন না, আবার কারো কারো জন্য পছন্দ করেন?

হযরত হাতিম আসাম্ম(রহ) তাকে বললেন, যদি আমি তোমাকে এই প্রশ্নগুলোর জবাব দিতে পারি তাহলে কি তুমি ইসলাম গ্রহণ করবে? সে বললো হ্যাঁ।

হযরত হাতিম(রহ) বললেন,

১) আল্লাহ যা অবগত নন তা হলো তার অংশীদারিত্ব ও সন্তান থাকা।'নিশ্চয় তিনি তাঁর অংশীদার ও সন্তান আছে বলে জানেন না।

২) তার নিকট যা নেই তা হলো জুলুম। 'নিশ্চয় আল্লাহ কারো উপর সামান্যতম জুলুম করেন না।'

৩) তার ভাণ্ডারে যা নেই তা হলো অভাব , 'তিনি ধনী তোমরা গরীব।'

৪)আল্লাহ তাআলা বান্দার নিকট ঋণ চান,'কে আছে এমন যে আল্লাহতালাকে উত্তম ঋণ প্রদান করবে?'

৫)আল্লাহ তাআলা যে জিনিস কারো ক্ষেত্রে পছন্দ করেন আর কারো ক্ষেত্রে পছন্দ করেন না,তা হলো পৈতা। তা কাফিরদের জন্য পছন্দ করেন কিন্তু স্বীয় প্রিয় বান্দাদের জন্য অপছন্দ করেন।

ইহুদী তার প্রশ্নের জবাব পেয়ে আল্লাহর হুকুমে মুসলমান হয়ে যায়।

আল্লাহ্‌ হু আকবর !!

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File