যারা প্রেম করতে আগ্রহী

লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৫ নভেম্বর, ২০১৩, ১১:২৬:৫৯ সকাল



যারা প্রেম করতে আগ্রহী, তাদের মা-বাবাকে বালা উচিত, “আমি বিয়ে করবো, আমাকে বিয়ে দিয়ে দাও, কারণ আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারছিনা”

কি?!!!

এই কথাটি বলা খুবই লজ্জাকর মনে হচ্ছে?!

কিন্তু তার ছেয়ে আরো বেশি লজ্জাকর, ঘৃণিত ও নোংরামী হচ্ছে প্রেম করা।

যদি মা-বাবাকে বিয়ের কথা বলা লজ্জাকর মনে করা হয়, তাদের জেনে রাখা উচিত প্রেম করা তার চেয়ে আরো বেশি লজ্জাকর! কারণ এটি অবৈধ, নোংরামী, ঘৃণিত এবং মা-বাবাকে ধুলোয় মিশিয়ে দেয়ার মত একটি যঘন্য পন্থা!

আর যারা বিয়ের পর স্বামী ব্যতীত পরকীয়ায় লিপ্ত হয়, তারা হচ্ছে সর্বনিকৃষ্ট। যার নিম্নে আর কোন নোংরামী নেই!!! আর এই সমস্ত প্রেমর ফলাফল হচ্ছে ‘যেনা’! এ জন্যই রাসুল (সাঃ) এ জাতীয় নারী-পুরুষদের পাথর ছুড়ে হত্যা করার নির্দেশ দিয়েছেন।

একটু চিন্তা করুন.... আপনিও একদিন মা-বাবা হবেন। যখন আপনার ছেলে-মেয়েরা আপনার সাথে এমন আচরণটি করবে, তখন আপনার কেমন লাগবে? নিজেদেরকে মা-বাবার আসনে বসিয়ে একটু শান্ত মস্তিষ্কে ভাবুন.....।

মনে রাখবেন, আজ আপনি যেটি করছেন সেটি আপনার আগামী ভবিষ্যৎ। এর ফলাফল আপনাকে ভোগ করতে হবে।

আল্লাহ যেন সকল ছেলে-মেয়েদের এ বিষয়টি বুঝার তৌফিক দান করেন... আমীন।

বিষয়: বিবিধ

১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File